

১২ বছর পর আইপিএল-এ শতরান করেও মুম্বই ইন্ডিয়ান্সকে জেতাতে ব্যর্থ হলেন রোহিত শর্মা। চেন্নাইয়ের কাছে হারলেও প্রথম ভারতীয় হিসেবে ছক্কা মারার নিরিখে রেকর্ড গড়লেন 'হিটম্যান'। টি-২০ ফরম্যাটে ৫০০-র বেশি ছয়ের মালিক হলেন তিনি।
রবিবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেই অনবদ্য ইনিংস খেলেন রোহিত শর্মা। গতকাল ম্যাচের আগে টি-২০ ফরম্যাটে ৪৯৭টি ছক্কার মালিক ছিলেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে ৫টি ছক্কা মেরে ৫০২টি ছক্কার মালিক হলেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক।
সবথেকে বেশি ছয় মারার নিরিখে শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। তাঁর ঝুলিতে রয়েছে ১,০৫৬টি ছয়। ৮৬০টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাইরন পোলার্ড। আন্দ্রে রাসেলের ঝুলিতে আছে ৬৭৮টি ছয় এবং কলিন মুনরোর আছে ৫৪৮টি ওভার বাউন্ডারি।
রবিবার ঘরের মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন রুতুরাজ গায়কোয়াড় (৬৯), শিবম দুবেরা (৬৮*)। এমনকি শেষ ৪ বল খেলতে নেমে ধোনিও ছক্কার হ্যাট্রিক করে দলের রান ২০০-র গণ্ডি টপকাতে সাহায্য করেন। ৪ বলে ২০ করেন ধোনি। চেন্নাইয়ের মোট রান হয় ২০৬।
জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা একের পর এক বড় শট খেলতে থাকেন। তবে রোহিতের সাথে কারুর পার্টনারশিপ গড়ে ওঠেনি। ৬৩ বলে অপরাজিত ১০৫ রান করেন রোহিত। মুম্বইয়ের হয়ে ঈশান কিষাণ করেন ২৩ এবং তিলক বর্মা করেন ৩১। ২০ ওভার শেষে ১৮৬ রানেই শেষ হয় মুম্বইয়ের ইনিংস।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন