Bundesliga: আলোনসো ম্যাজিকে বায়ার্ন আধিপত্য শেষ! ৫ ম্যাচ বাকি রেখেই ইতিহাস গড়লো লেভারকুসেন

People's Reporter: ১২০ বছর অপেক্ষার পর বুন্দেশলিগা জিতলো জাভি আলোনসোর দল। ২৯টি ম্যাচে ২৫টি জয় এবং ৪টি ড্র করে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হলো তারা।
বে এরিনাতে সমর্থকদের উচ্ছ্বাস
বে এরিনাতে সমর্থকদের উচ্ছ্বাসছবি - লেভারকুসেনের ফেসবুক পেজ

বায়ার্ন আধিপত্য শেষ! বে এরিনা (BayArena) অর্থাৎ নিজেদের ঘরের মাঠে ওয়ার্ডারকে হারিয়ে ইতিহাস গড়লো লেভারকুসেন। ১২০ বছর অপেক্ষার পর বুন্দেশলিগা জিতলো জাভি আলোনসোর দল। এখনও পর্যন্ত অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে এই জার্মান ক্লাব। যদিও লিগের এখনও ৫টি ম্যাচ বাকি আছে।

ভারতীয় সময় রবিবারে রাতে ওয়ার্ডার ক্লাবের মুখোমুখি হয়েছিল লেভারকুসেন। সেই ম্যাচে ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে ইতিহাস লিখেছে লেভারকুসেন। হ্যাট্রিক করেন ফ্লোরিয়ান এবং একটি করে গোল করেন ভিক্টর বোনিফেস ও গ্রেনিত। ২৯টি ম্যাচে ২৫টি জয় এবং ৪টি ড্র করে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হলো তারা। ৫ ম্যাচ বাকি থাকলেও পয়েন্টের নিরিখে লিগ শিল্ড জেতে জাভি আলোনসোর দল। সমসংখ্যক ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ। বাকি ৫টি ম্যাচ জিতলেও বায়ার্নের সর্বোচ্চ পয়েন্ট হবে ৭৮।

প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সমর্থকদের ঢল নেমে পড়ে মাঠের মধ্যেই। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে লিগ জয়ে স্বাভাবিক ভাবে গর্ববোধ করছেন সমর্থকরা। কোচ আলোনসোকে রীতিমতো মাথায় তুলে রাখছেন দলের সমর্থকরা।

বেশিরভাগ সমর্থকই এই জয়ের কৃতিত্ব দিচ্ছেন কোচ আলোনসোকে। কারণ একটা সময় এই লেভারকুসেনই কার্যত অবনমনের আওতায় চলে গিয়েছিল। জাভি দায়িত্ব নেওয়ার পর থেকে দলের চেহারা বদলে দিয়েছেন। দলের মধ্যে যেন হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন প্লেয়াররাও। সব মিলিয়ে বুন্দেশলিগা কেবল বায়ার্নই জিতবে সেটা মিথ্যা প্রমাণ করলো লেভারকুসেন।

বে এরিনাতে সমর্থকদের উচ্ছ্বাস
ISL 2023-24: আইএসএল-এর নকআউটের সূচি প্রকাশ্যে, দেখুন একনজরে
বে এরিনাতে সমর্থকদের উচ্ছ্বাস
Mary Kom: অলিম্পিক্সের 'শেফ দ্য মিশন' পদ থেকে ইস্তফা মেরি কমের! নেপথ্যে কি মণিপুর হিংসা?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in