IPL 2023: এখনও আশা শেষ হয়নি, প্লে অফে টিকে থাকতে নাইট রাইডার্সের সামনে জটিল সমীকরণ

তবে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। সেই সাথে তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচের দিকে। শনিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টকে ন্যূনতম ১০৩ রানে হারাতে হবে নাইটদের।
IPL 2023: এখনও আশা শেষ হয়নি, প্লে অফে টিকে থাকতে নাইট রাইডার্সের সামনে জটিল সমীকরণ
ছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ

খাতায় কলমে এখনও চলতি আইপিএল থেকে ছিটকে যায়নি কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের দৌড়ে এখনও টিকে রয়েছে তারা। তবে লড়াইয়ে থাকলেও কলকাতার সামনে রয়েছে জটিল সমীকরণ। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে কলকাতার জয়ের কোনো বিকল্প নেই।

তবে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। সেই সাথে তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচের দিকে। শনিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টকে ন্যূনতম ১০৩ রানে হারাতে হবে নাইটদের। আবার রান তাড়া করতে নামলে ৮.৫ ওভারের মধ্যে জিততে হবে কেকেআরকে। তবেই নেট রানরেটে রাজস্থানকে টপকে যেতে পারবে। সেক্ষেত্রে মুম্বই এবং আরসিবি হারলে কলকাতার সামনে সুযোগ থাকতে পারে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার।

আর, মুম্বই বা ব্যাঙ্গালোর যদি শেষ ম্যাচে জয় পায়, তবে কলকাতা আজ অসাধ্য সাধন করলেও প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে। কলকাতায় শনিবার টসই নিশ্চিত করতে পারে কেকেআরের ভাগ্য। টস জিতে প্রথমে ব্যাট করার আর কোনো বিকল্প নেই নাইটদের সামনে। প্রথমে বল করলে নেট রানরেটে রাজস্থানকে টপকে যাওয়া সম্ভব হবে না কেকেআরের।

তাই শনিবার টস জিততেই হবে নীতিশ রানাকে। চলতি আইপিএলে একমাত্র দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। ছিটকে গিয়েছে দিল্লি, সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংস। প্লে অফের বাকি তিন স্থানের জন্য লড়াইয়ে রয়েছে ৬ টি দল।

১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে আরসিবি, রাজস্থান এবং মুম্বই। প্রত্যেকের পয়েন্ট এখন ১৪। হাতে রয়েছে একটি করে ম্যাচ। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে কলকাতা।

এই ছয় দলের মধ্যে থেকেই পাওয়া যাবে বাকি তিন দল। শেষ ম্যাচে আরসিবি এবং মুম্বই যদি জয় পায় তবে ১৫ পয়েন্ট থাকা সত্ত্বেও একদলকে প্লে অফ থেকে ছিটকে যেতে হবে। অন্যদিকে মুম্বই বা আরসিবি হারলে ১৫ পয়েন্ট নিয়ে চেন্নাই এবং লখনউ দুই দলই প্লে অফ নিশ্চিত করবে। এবং একটি দল ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফ খেলবে।

IPL 2023: এখনও আশা শেষ হয়নি, প্লে অফে টিকে থাকতে নাইট রাইডার্সের সামনে জটিল সমীকরণ
IPL 2023: মোহনবাগানকে সোশ্যাল মিডিয়ায় সম্মান প্রদর্শন লখনউ সুপার জায়ান্টস-র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in