

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ, পাকিস্তান সুপার লীগে এমনটা আগে ঘটলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে এটি প্রথমবার। প্রথম দু'বলে ছক্কা হাঁকানোর পর, তৃতীয় বলে আউট। এই নজির যিনি গড়লেন তিনি হলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
গতকালে চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভারে ব্যাট করতে নামেন ধোনি। আর নেমেই মার্ক উডকে পরপর দু'বলে দুটি ওভার বাউন্ডারি মারেন। তৃতীয় বলে ছক্কা মারতে গিয়েই রবি বিষ্ণোইয়ের হাতে ধরা দেন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে কেমার রোচ ২০১৩ সালে এবং আকিল হোসেইন ২০১৭ সালে ধোনির মতোই একই কীর্তি গড়েছিলেন। ২০১৯ সালে পাকিস্তান সুপার লীগে পরপর দু'বলে দুটি ছক্কা মেরে তৃতীয় বলে আউট হয়েছিলেন কায়রন পোলার্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে এমনটা ঘটলো প্রথমবার।
এদিন আরও এক বড় কীর্তি অর্জন করেছেন এমএস ধোনি। আইপিএলের ইতিহাসে সপ্তম ক্রিকেটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ২৩৬ ম্যাচ খেলে ধোনির রান সংখ্যা ৫০০৪। এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি (২২৪ ম্যাচে ৬৭০৬ রান। দ্বিতীয় স্থানে শিখর ধাওয়ান (২০৭ ম্যাচে ৬২৮৪ রান)। তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার (১৬৩ ম্যাচে ৫৯৯৭ রান)। চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা ( ২২৮ ম্যাচে ৫৮৮০ রান)। পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না (২০৫ ম্যাচে ৫৫২৮ রান) এবং ষষ্ঠ স্থানে এবি ডিভিলিয়ার্স (১৮৪ ম্যাচে ৫১৬২ রান)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন