IPL 2023 : জমে উঠেছে কমলা ও বেগুনি টুপির লড়াই, দুই বিভাগেই শীর্ষে আরসিবির ক্রিকেটার

চলতি আইপিএলে কমলা টুপির লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রোটিয়া তারকা ৭ ম্যাচে ৪০৫ রান করেছেন তিনি।
মহম্মদ সিরাজ, ফাফ ডু প্লেসি
মহম্মদ সিরাজ, ফাফ ডু প্লেসিছবি - ট্যুইটার
Published on

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ। সেইসঙ্গে জমে উঠেছে কমলা টুপি এবং বেগুনি টুপির লড়াইও। কমলা টুপির লড়াইয়ে দাপট দেখাচ্ছে বিদেশীরাই। এখনও পর্যন্ত চলতি আইপিএলে সর্বোচ্চ রান করার নিরিখে এগিয়ে রয়েছেন তিন ওভারসীজ খেলোয়াড়। বেগুনি টুপির লড়াই অবশ্য এগিয়ে রয়েছে ভারতীয়রাই। শীর্ষ পাঁচ উইকেট শিকারীর মধ্যে চারজনই ভারতীয়।

চলতি আইপিএলে কমলা টুপির লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রোটিয়া তারকা ৭ ম্যাচে ৪০৫ রান করেছেন তিনি। হাফ-সেঞ্চুরি করেছেন পাঁচটি। সর্বোচ্চ স্কোর ৮৪ । এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের কিউই ওপেনার ডেভন কনওয়ে। ৭ ম্যাচ খেলে ৩১৪ রান করেছেন তিনি। চলতি আসরে তাঁর ঝুলিতে রয়েছে ৪ টি অর্ধশতরান। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার এখনও পর্যন্ত সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৬ ম্যাচে ২৮৫ রান করেছেন অজি তারকা।

কমলা টুপির লড়াইয়ে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছেন চার ভারতীয় ক্রিকেটার। চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি (২৭৯), পঞ্চম স্থানে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড (২৭০), ষষ্ঠ স্থানে রয়েছেন লোকেশ রাহুল (২৬২), সপ্তম স্থানে ভেঙ্কটেশ আইয়ার (২৫৪)।

বেগুনি টুপির দৌড়ে সবার ওপরে রয়েছেন মহম্মদ সিরাজ। ৭ ম্যাচে ১৩ টি উইকেট নিয়েছেন আরসিবি তারকা। দ্বিতীয় স্থানে রয়েছেন আর্শদীপ সিং। পাঞ্জাব কিংসের এই ব্যাটারও ১৩ টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে আফগান তারকা রশিদ খান। ১২ টি উইকেট নিয়েছেন রশিদ। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে যুজবেন্দ্র চাহাল এবং তুষার দেশপান্ডে। দুজনেই সাতটি করে ম্যাচ খেলে ১২ টি করে উইকেট নিয়েছেন।

মহম্মদ সিরাজ, ফাফ ডু প্লেসি
IPL 2023: বাংলার একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল-এ রেকর্ড ঋদ্ধিমান সাহার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in