IPL 2023: বাংলার একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল-এ রেকর্ড ঋদ্ধিমান সাহার!

বাংলার একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে ১৫০ ম্যাচ খেলার নজির গড়লেন ঋদ্ধি।
ঋদ্ধিমান সাহা
ঋদ্ধিমান সাহাছবি - ঋদ্ধিমান সাহার ফেসবুক পেজ
Published on

শনিবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নামার সাথে সাথেই বড় মাইলফলক স্পর্শ করলেন ঋদ্ধিমান সাহা। বাংলার একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে ১৫০ ম্যাচ খেলার নজির গড়েছেন ঋদ্ধি। সার্বিকভাবে ২৪ তম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১৫০ ম্যাচ খেললেন গুজরাট টাইটানসের এই উইকেটকিপার ব্যাটার।

পাশাপাশি, লোকেশ রাহুলকে (নিয়মিত উইকেটকিপার হিসেবে থাকেন না) বাদ দিলে মাত্র চতুর্থ ভারতীয় উইকেটকিপার হিসেবে এই নজির গড়লেন ঋদ্ধিমান। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে এই নজির রয়েছে কেবল মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক এবং রবীন উথাপ্পার।

শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নামার সাথে সাথেই বড় মাইলফলক স্পর্শ করলেন ঋদ্ধিমান সাহা। বাংলার একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে ১৫০ ম্যাচ খেলার নজির গড়লেন ঋদ্ধি। সার্বিকভাবে ২৪ তম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১৫০ ম্যাচ খেললেন গুজরাট টাইটানসের এই উইকেটকিপার ব্যাটার।

পাশাপাশি, লোকেশ রাহুলকে (নিয়মিত উইকেটকিপার হিসেবে থাকেন না) বাদ দিলে মাত্র চতুর্থ ভারতীয় উইকেটকিপার হিসেবে এই নজির গড়লেন ঋদ্ধিমান। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে এই নজির রয়েছে কেবল মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক এবং রবীন উথাপ্পার।

ঋদ্ধিমান সাহা
লন্ডনে সফল অস্ত্রোপচার শ্রেয়সের, কবে ফিরবেন তারকা ক্রিকেটার?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in