IPL 2022: আইপিএলের আসর বসবে ভারতেই! কী জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়?

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির মেগা নিলাম। মার্চ থেকেই শুরু হওয়ার কথা এবারের টুর্নামেন্টের।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিফাইল ছবি সংগৃহীত
Published on

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির মেগা নিলাম। মার্চ থেকেই শুরু হওয়ার কথা এবারের টুর্নামেন্টের। তা সত্ত্বেও কোন দেশে আইপিএল অনুষ্ঠিত হবে তা নিয়ে ধোঁয়াশা লেগেই ছিলো। অবশেষে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন ভারতেই আইপিএল অনুষ্ঠিত হবে।

২০২০ সালে সম্পূর্ণ আইপিএল অনুষ্ঠিত হয়েছিলো সংযুক্ত আরব আমিরশাহীতে। গত বছর টুর্নামেন্ট দেশের মাটিতে শুরু হলেও মাঝপথে ফ্র্যাঞ্চাইজি গুলিতে লাগাতার করোনা থাবা বসানোর জন্য টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ আয়োজন করা হয় ইউএইতে। ভারত এখনও করোনার ধাক্কা সামলে উঠতে পারেনি। তবে মরুদেশে আইপিএল আয়োজনের জন্য বড় অঙ্কের টাকা খরচ করতে রাজি নয় বোর্ডও।

স্পোর্টস স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই প্রেসিডেন্ট জানান, "করোনা সংক্রমণ মারাত্মক বাড়াবাড়ি পর্যায়ে না পৌঁছালে, এই বছর টুর্নামেন্ট ভারতেই অনুষ্ঠিত হবে। ভেন্যুর বিষয়ে বলতে গেলে আমরা মহারাষ্ট্রের-মুম্বই এবং পুণেতে ম্যাচগুলি আয়োজনের পরিকল্পনা করছি। টুর্নামেন্টের নক আউট পর্ব আয়োজনের জন্য আমরা পরবর্তী সময়ে আলাপ আলোচনা করে মাঠ ঠিক করবে। "

ইউএইর বিকল্প হিসেবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার নামও উঠে এসেছিলো টুর্নামেন্ট আয়োজনের জন্য। তবে সৌরভ সব জল্পনার অবসান ঘটিয়ে সাফ জানিয়ে দিয়েছেন দেশের মাটিতেই বসবে আইপিএলের আসর। সবকিছু ঠিকঠাক চললে শীঘ্রই অফিসিয়ালি সবকিছু ঘোষণা করা হবে।

সৌরভ গাঙ্গুলি
IPL 2022 Auction: ১২১৪ জনের তালিকা থেকে বাদ ৬২৪, মার্কি সেটে ওয়ার্নার, আইয়ার, অশ্বিন সহ দশ তারকা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in