IPL 2022 Auction: ১২১৪ জনের তালিকা থেকে বাদ ৬২৪, মার্কি সেটে ওয়ার্নার, আইয়ার, অশ্বিন সহ দশ তারকা

ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, কুইন্টন ডি'কক, শিখর ধাওয়ান, ফাফ ডু প্লেসি, শ্রেয়স আইয়ার, কাগিসো রাবাডা এবং মহম্মদ শামি রয়েছেন মার্কি ক্রিকেটারদের তালিকায়।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের মেগা নিলামের আসর
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের মেগা নিলামের আসরফাইল ছবি
Published on

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের মেগা নিলামের আসর। আইপিএলের মেগা নিলামের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নিলামে অংশ নিতে চলা ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। ডেভিড ওয়ার্নার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, কুইন্টন ডি'কক, শিখর ধাওয়ান, ফাফ ডু প্লেসি, শ্রেয়স আইয়ার, কাগিসো রাবাডা এবং মহম্মদ শামি রয়েছেন মার্কি ক্রিকেটারদের তালিকায়। মঙ্গলবার সমস্ত ফ্র্যাঞ্চাইজি গুলিকে মার্কি সেট নিশ্চিত করেছে।

বিসিসিআই এর তরফ থেকে নিলামের রাউন্ড সম্পর্কে জানানো হয়েছে। বোর্ড জানিয়েছে, "মার্কি সেটের সাথে শুরু হবে রাউন্ড। তারপর সমস্ত ক্যাপড খেলোয়াড়দের একটি সম্পূর্ণ রাউন্ড - ব্যাটার, অলরাউন্ডার, উইকেট কিপার/ব্যাটার, ফাস্ট বোলার এবং স্পিন বোলার এবং তারপর আনক্যাপড খেলোয়াড়দের একটি সম্পূর্ণ স্পেশালিজম রাউন্ড হবে।"

মঙ্গলবার চূড়ান্ত নিলাম পুল প্রকাশ করা হয়েছে। ১২১৪ জন ক্রিকেটারদের মূল তালিকা থেকে ৫৯০ জনকে বেছে নেওয়া হয়েছে। এই চূড়ান্ত তালিকায় অনুরোধের ভিত্তিতে যোগ করা হয়েছে ৪৪ টি নতুন নাম। যার মধ্যে রয়েছেন ব্রিটিশ তারকা পেসার জোফরা আর্চার, অজি ব্যাটার উসমান খোয়াজা।

নিলামের জন্য নিবন্ধিত ৫৯০ জন খেলোয়াড়ের ( ৩৭০ জন ভারতীয়, ২২০ জন বিদেশী) মধ্যে, ২২৮ জন ক্যাপড খেলোয়াড়, ৩৫৫ জন আনক্যাপড খেলোয়াড় এবং ৭ জন সহযোগী দেশগুলির অন্তর্গত।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ৪৮ জন খেলোয়াড়কে সর্বোচ্চ ২ কোটি টাকা রিজার্ভ মূল্যে রাখা হয়েছে। ১.৫ কোটি টাকা রিজার্ভ মূল্যে রয়েছেন ২০ জন ক্রিকেটার। ৩৪ জন ক্রিকেটারের রিজার্ভ মূল্য ১ কোটি টাকা।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের মেগা নিলামের আসর
IPL 2022: প্রকাশিত লখনউয়ের লোগো, বিষ্ণুর বাহনের সাথে রয়েছে সাদৃশ্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in