IPL 2022: একই দলে থেকে অরেঞ্জ ও পার্পেল ক্যাপ জয় বাটলার ও যুজির, পূর্বে এই নজির ঘটিয়েছেন কারা?

আইপিএলের ১৫ তম সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সর্বোচ্চ উইকেট শিকারি রাজস্থানের দুই ক্রিকেটার যথাক্রমে জস বাটলার এবং যুজবেন্দ্র চাহাল।
জস বাটলার এবং যুজবেন্দ্র চাহাল
জস বাটলার এবং যুজবেন্দ্র চাহালছবি সংগৃহীত

শিরোপা জিততে না পারলেও ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স করেছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার এবং যুজবেন্দ্র চাহাল। আইপিএলের ১৫ তম সংস্করণে যথাক্রমে সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সর্বোচ্চ উইকেট শিকারি রাজস্থানের এই দুই ক্রিকেটার। একই দলে থেকে আইপিএলের অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ জয় করলেন তাঁরা। তবে আইপিএলের ইতিহাসে এই নজির প্রথম নয়। এর পূর্বে দু'বার ঘটেছে এমন ঘটনা।

আইপিএল-২০২২ এ ১৭ ম্যাচে ৫৭.৫৭ গড়ে মোট ৮৬৩ রান করেছেন ইংলিশ উইকেট কিপার জস বাটলার। রানের নিরিখে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল (৬১৬) এবং তৃতীয় স্থানে প্রোটিয়া উইকেট কিপার কুইন্টন ডি'কক (৫০৮) রান। সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে এই আইপিএলে পার্পেল ক্যাপ জয়ী যুজবেন্দ্র চাহাল নিয়েছেন ২৭ টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৬ উইকেট) এবং তৃতীয় স্থানে কাগিসো রাবাডা (২৩ টি উইকেট)।

আইপিএলের মঞ্চে একই দলের দুই ক্রিকেটার অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ জিতেছিলেন ২০১৩ সালে। চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৩৩ রান করেছিলেন মাইক হাসি এবং ৩২ টি উইকেট নিয়ে ওই মরশুমের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন ডোয়েন ব্র্যাভো।

এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০১৭ সালে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অরেঞ্জ ক্যাপ জেতেন ডেভিড ওয়ার্নার এবং পার্পেল ক্যাপ জয় করেন ভুবনেশ্বর কুমার। ওয়ার্নার ২০১৭ সালে ১৪ ম্যাচে ৬৪১ রান করেছিলেন। আর ভুবি ১৪ ম্যাচে বল হাতে নিয়েছিলেন ২৬ টি উইকেট।

জস বাটলার এবং যুজবেন্দ্র চাহাল
IPL: স্বপ্নের আইপিএল উমরানের, সেরার শিরোপা জিতলেন চাহাল থেকে জস বাটলার সহ অনেকে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in