IPL: স্বপ্নের আইপিএল উমরানের, সেরার শিরোপা জিতলেন চাহাল থেকে জস বাটলার সহ অনেকে

হায়দ্রাবাদের পেসার ১৪ ম্যাচে ২২ টি উইকেট তুলে নেন। ২৭টি উইকেট নিয়ে এবারের পার্পেল ক্যাপ বিজয়ী হন যুজবেন্দ্র চাহাল। অপরদিকে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক হন ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার।
IPL: স্বপ্নের আইপিএল উমরানের, সেরার শিরোপা জিতলেন চাহাল থেকে জস বাটলার সহ অনেকে
ফাইল চিত্র

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা উমরান মালিকের তাক লাগানো বোলিং-এর সাক্ষী থাকল টাটা আইপিএল। এবারের আইপিএলের ইমার্জিং প্লেয়ারের পুরষ্কারও জিতে নেন তিনি।

কাশ্মীরের শ্রীনগরের ছেলে উমরান। ২০২১ সালে জম্মু ও কাশ্মীরের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরমেন্সের জেরে এই মরসুমে জাতীয় দলেও ডাক পেয়েছেন। হায়দ্রাবাদের পেসার ১৪ ম্যাচে ২২ টি উইকেট তুলে নেন। ২৭ টি উইকেট নিয়ে এবারের পার্পেল ক্যাপ বিজয়ী হন যুজবেন্দ্র চাহাল। অপরদিকে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক হন ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার

অভিষেক টুর্নামেন্টেই সেরার শিরোপা জিতে নিল গুজরাট টাইটান্স। এবারের আইপিএলে চমকপ্রদ পারফরমেন্স দিয়েছে গুজরাট। শুভমান গিল থেকে শুরু করে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সবাই নিজেদের সেরাটা দিয়েই দলকে জেতাতে সাহায্য করেছেন। রোহিত, কোহলি, ধোনির মতো হাইপ্রোফাইল প্লেয়ারদের ফাইনালে দেখা না গেলেও টানটান উত্তেজনা ছিল আইপিএলের ফাইনালকে কেন্দ্র করে। নিজেদের ঘরের মাঠে রাজস্থানকে ৭ উইকেটে পরাজিত করে গুজরাট।

প্রসঙ্গত উল্লেখ্য, হার্দিক পান্ডিয়া চতুর্থ ক্যাপ্টেন যিনি ধোনি, রোহিত শর্মা, গৌতম গম্ভীরের পর আইপিএলের শিরোপা জিতলেন। বিজয়ী ও বিজিত দলের প্লেয়ারদের পাশাপাশি অন্যান্য দলের প্লেয়াররাও নিজেদের সেরাটা দিয়ে বিভিন্ন প্রাইজের দাবিদার হয়েছেন। নিম্নে তার তালিকা দেওয়া হল -

ড্রিম ইলেভেন গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ (ফাইনাল) - হার্দিক পান্ডিয়া।

সিআরইডি পাওয়ারপ্লেয়ার অফ দ্য ম্যাচ (ফাইনাল) - ট্রেন্ট বোল্ট

প্লেয়ার অফ দ্য ম্যাচ (ফাইনাল) - হার্দিক পান্ডিয়া।

আপস্টক্স মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য ম্যাচ (ফাইনাল) - হার্দিক পান্ডিয়া।

আনআকাডেমি লেটস ক্র্যাক ইট সিক্সেস অ্যাওয়ার্ড (ফাইনাল) - যশস্বী জয়সয়াল।

স্যুইগিইনস্টামার্ট ফাস্টেট ডেলিভারি অফ দ্য ম্যাচ (ফাইনাল) - লকী ফার্গুসন।

রুপে অন দ্য গো ফোরস অফ দ্য ম্যাচ (ফাইনাল) - জস বাটলার।

আপস্টক্স মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন - জস বাটলার।

টাটা আইপিএল ক্যাচ অফ দ্য সিজন - এভিন লুইজ।

রুপে অন দ্য গো ফোরস অফ দ্য সিজন - জস বাটলার।

স্যুইগিইনস্টামার্ট ফাস্টেট ডেলিভারি অফ দ্য সিজন - লকী ফার্গুসন (১৫৭.৩)।

ড্রিম ইলেভেন গেম চেঞ্জার অফ দ্য সিজন - জস বাটলার।

আনআকাডেমি লেটস ক্র্যাক ইট সিক্সেস অ্যাওয়ার্ড অফ দ্য সিজন - জস বাটলার।

পেটিএম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড - গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস।

সিআরইডি পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন - জস বাটলার।

পাঞ্চ সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন- দীনেশ কার্তিক

IPL: স্বপ্নের আইপিএল উমরানের, সেরার শিরোপা জিতলেন চাহাল থেকে জস বাটলার সহ অনেকে
Roland Garros: কোয়ার্টার ফাইনালে নাদালের মুখোমুখি জকোভিচ, পূর্বের পরিসংখ্যানে এগিয়ে কে?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in