BCCI: নতুন টাইটেল স্পনসর পেল ভারতীয় ক্রিকেটে, ম্যাচ পিছু BCCI-র কত টাকা আয় হবে জানেন?

সোনি স্পোর্টসকে হারিয়ে ম্যাচ পিছু ৪ কোটি ২০ লক্ষ টাকার বিড জমা দেয় আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। এই প্রথম ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত হতে চলেছে এই ব্যাঙ্কটি।
নতুন উদ্যোগ BCCI-র
নতুন উদ্যোগ BCCI-রফাইল চিত্র

নতুন টাইটেল স্পনসর পেলো ভারতীয় ক্রিকেট বোর্ড। সোনি স্পোর্টসের তুলনায় বেশি পরিমাণ টাকা দিয়ে স্পনসরশিপ ছিনিয়ে নিল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC First Bank)। হোম সিরিজের প্রতিটি ম্যাচে ৪ কোটি ২০ লক্ষ টাকা দিতে হবে তাদের।

ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজের জন্য নতুন টাইটেল স্পনসর খুঁজছিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল টাইটেল স্পনসরকে ম্যাচ পিছু ন্যূনতম ২ কোটি ৪০ লক্ষ টাকা দিতে হবে। তিনটি সংস্থা টাইটেল স্পনসরের জন্য আগ্রহ প্রকাশ করে। কিন্তু প্রথমেই একটি সংস্থা বাদ হয়ে যায়। লড়াই চলে সোনি ও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের মধ্যে।

বিসিসিআই-র বেঁধে দেওয়া মূল্যের কিছুটা বেশি দিতে রাজি হয় সোনি স্পোর্টস। কিন্তু তাদের হারিয়ে ম্যাচ পিছু ৪ কোটি ২০ লক্ষ টাকার বিড জমা দেয় আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। এই প্রথম ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত হতে চলেছে এই ব্যাঙ্কটি। এই চুক্তি হয়েছে ২০২৬ সালের অগাস্ট মাস পর্যন্ত। এর মধ্যে ঘরের মাঠে মোট ৫৬টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে মোট ২৩৫ কোটি টাকা দেবে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক।

উল্লেখ্য, এর আগে মাস্টার কার্ড হোম সিরিজগুলিতে টাইটেল স্পনসর ছিল। তারা বিসিসিআইকে দিত ম্যাচ পিছু ৩ কোটি ৮০ লক্ষ টাকা। পেটিএম-র কাছ থেকে স্পনসরশিপ ছিনিয়ে নিয়েছিল মাস্টার কার্ড। কারণ ২০১৫ সালে পেটিএম ম্যাচ পিছু ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিত ২ কোটি ৪০ লক্ষ টাকা। ২০১৯ সালে পুনরায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে ম্যাচ পিছু ৩ কোটি ৮০ লক্ষ টাকার চুক্তি করে পেটিএম। চুক্তিটি হয় দু'বছরের। কিন্তু ওই বছরের সেপ্টেম্বর মাসে তারা চুক্তি থেকে বেরিয়ে আসতে চায়। সেই সুযোগকে কাজে লাগায় মাস্টার কার্ড।

নতুন উদ্যোগ BCCI-র
AFC Cup 2023: একনজরে দেখুন মোহনবাগানের এএফসি কাপের ক্রীড়াসূচি
নতুন উদ্যোগ BCCI-র
Sourav Ganguly: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীও সমালোচিত হন - ভারতের ব্যর্থতায় দ্রাবিড়ের পাশে সৌরভ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in