Asian Games: জোরকদমে চলছে প্র্যাকটিস, এশিয়ান গেমসের জন্য প্রস্তুত ভারতীয় মহিলা সফটবল দল!

১৯৯০ সাল থেকে এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয় সফটবল। SBAI একজন স্ট্যান্ডবাই এবং তিনজন রিজার্ভ সহ সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে।
Asian Games: জোরকদমে চলছে প্র্যাকটিস, এশিয়ান গেমসের জন্য প্রস্তুত ভারতীয় মহিলা সফটবল দল!
প্রতীকী ছবি, সংগৃহীত

১৯তম এশিয়ান গেমসে অভিষেক করার জন্য প্রস্তুত ভারতীয় মহিলা সফটবল দল। সফটবল অ্যাশোসিয়েশন অফ ইন্ডিয়ার (SBAI) পক্ষ থেকে ইতিমধ্যেই সফটবল দল ঘোষণাও করা হয়েছে।

১৯৯০ সাল থেকে এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয় সফটবল। SBAI একজন স্ট্যান্ডবাই এবং তিনজন রিজার্ভ সহ সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে। দিল্লিতে জুন-জুলাই মাস পর্যন্ত দু'সপ্তাহের কোচিং ক্যাম্প কাম ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকেই প্লেয়ারদের নির্বাচন করা হয়েছে।

সফটবল অ্যাশোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি নীতল নারাঙ্গ বলেন, 'এশিয়ান গেমসে ভারতীয় মহিলা সফটবল দল অংশ নেবে। যা আমাদের প্লেয়ারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। মহাদেশের সেরা দলগুলির সাথে আমাদের মেয়েরা খেলবে। তাদের অভিজ্ঞরা বাড়বে। পরবর্তী প্রজন্মের মেয়েরাও অনুপ্রাণিত হবে। আরও অনেকে সফটবলের দিকে ঝুঁকবে'।

এশিয়ান চ্যাম্পিয়নশীপে ভারতীয় দলের নিয়মিত অংশগ্রহণ করে। যার জেরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় দলকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেয় সফটবল এশিয়া। প্রেস বিবৃতি দিয়ে ওয়াইল্ড কার্ডের কথা ঘোষণা করেছিলেন আধিকারিকরা।

মহারাষ্ট্র থেকে রয়েছে ৫ জন প্লেয়ার, কেরালা থেকে রয়েছে ৩ জন, পাঞ্জাবের ২ জন এবং ওড়িশা, হিমাচল প্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিসগড় থেকে একজন করে প্লেয়ার আছে।

ভারতীয় স্কোয়াড: ঐশ্বর্য রমেশ পুরী, ঐশ্বর্য সুনীল বোডকে, মোনালি ম্যানসিং নাটু, স্বপনালি সি। ওয়েডনাদে, সই অনিল জোশী, অঞ্জলি পাল্লিকারা, স্টিফি সাজি, রিন্টা চেরিয়ান, মমতা গুগুলোথ, গঙ্গা সোনা, মমতা মিনহাস, সন্দীপ কৌর, কুমারী মনীষা, ইশা, স্বতস্বিনী সবরা, নিত্যা মালভি। প্রিয়াঙ্কা বাঘেলকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। রিজার্ভে রয়েছেন, মনীষা কুমারী, প্রীতি ভর্মা এবং চিত্রা।

এই সফট বলে ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে জাপান। ১৯৯০, ১৯৯৪ এবং ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল চীন। স্বাভাবিকভাবেই কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতীয় দলকে।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। এবারে আয়োজক দেশ চীন। এশিয়ান গেমসের ভেন্যু চীনের হাংঝৌ অলিম্পিক স্পোর্টস সেন্টার। ১৫টির বেশি দেশ অংশগ্রহণ করছে। ৪০টির বেশি খেলা থাকছে।

Asian Games: জোরকদমে চলছে প্র্যাকটিস, এশিয়ান গেমসের জন্য প্রস্তুত ভারতীয় মহিলা সফটবল দল!
East Bengal: মাঝরাতে কলকাতায় কুয়াদ্রাত, নতুন কোচকে স্বাগত জানাতে উচ্ছ্বাস লাল-হলুদ সমর্থকদের
Asian Games: জোরকদমে চলছে প্র্যাকটিস, এশিয়ান গেমসের জন্য প্রস্তুত ভারতীয় মহিলা সফটবল দল!
Harmanpreet Kaur: আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ - হরমনপ্রীত কৌরকে শাস্তি আইসিসির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in