Indian Super League 2022: টানা সাত ম্যাচ হারের রেকর্ড নর্থইস্ট ইউনাইটেডের!

পুরনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লো নর্থইস্ট। ২০২২-২৩ মরশুম এখনও শেষ হয়নি। এর মধ্যেই টানা ৭ ম্যাচে হেরেছে তারা। এর আগে ২০১৭-১৮ মরশুমে টানা ৬টা ম্যাচ হেরেছিল তারাই।
নর্থইস্ট ইউনাইটেডের দুই প্লেয়ার
নর্থইস্ট ইউনাইটেডের দুই প্লেয়ারছবি - ISL-র ফেসবুক পেজ
Published on

ইন্ডিয়ান সুপার লিগে হারের রেকর্ড করল নর্থইস্ট ইউনাইটেড এফসি। ভেঙে ফেলল চার বছর আগে করা নিজেদেরই রেকর্ড। এখনও অনেক ম্যাচ বাকি আছে। হারের সংখ্যা বৃদ্ধি পায় নাকি পরের ম্যাচে জয় অর্জন করবে তারা সেটাই দেখার।

ফুটবল বিশ্ব যখন বিশ্বকাপ যুদ্ধে মেতে উঠেছে তখনই পুরনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লো নর্থইস্ট। ২০২২-২৩ মরশুম এখনও শেষ হয়নি। এর মধ্যেই টানা ৭ ম্যাচে হেরেছে তারা। এর আগে ২০১৭-১৮ মরশুমে টানা ৬টা ম্যাচ হেরেছিল তারাই। যদিও সেই মরশুমে দিল্লি ডায়নামোস এফসিও ৬টা ম্যাচ হেরেছিল। ২০১৮-১৯ মরশুমে টানা ৫ ম্যাচ হেরেছিল চেন্নাইয়ান এফসি। ২০১৫-১৬ মরশুমে পরপর ৫ ম্যাচ হেরে রেকর্ড করেছিল এফসি পুনে সিটি।

চলতি মরশুমে পয়েন্ট টেবিলের একদম নীচে রয়েছে নর্থইস্ট। সাত ম্যাচে মাত্র ৩টে গোল করেছে তারা। আর গোল হজম করেছে ১৬টা। শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে ৩-১ গোলের ব্যবধানে হারতে হয় তাদের। শুক্রবার পরবর্তী ম্যাচ খেলবে ওড়িশা এফসির বিরুদ্ধে। ক্লাব সূত্রে খবর, মার্কো বালবুল (কোচ) প্লেয়ারদেরকে উজ্জীবিত করার কোনো ত্রুটি রাখছেন না। টানা ম্যাচ হেরে ছেলেরা একটা ধাক্কা খেয়েছে। তবে ওড়িশা এফসির বিরুদ্ধে ৩ পয়েন্ট ছাড়া কিছুই ভাবছে না দল। কোচের মতে এখনই হেরে যাওয়ার কোনো মানে নেই। আমাদের অনেক ম্যাচ আছে। আমরা জেতার লক্ষ্যেই নামবো।

অন্যদিকে, চলতি মরশুমে আইএসএলে এখনও টানা ৮ ম্যাচ অপরাজিত রয়েছে মুম্বাই সিটি এফসি। যার মধ্যে ৫টা জয় ও ৩টে ড্র রয়েছে। পয়েন্ট ১৮। গোল পার্থক্যতেও (১৪) সমস্ত দলকে পিছনে ফেলে দিয়েছে তারা। ৮ ম্যাচে গোল করেছে ২৩টি। আর বিপক্ষ দল তাদের জালে বল জড়িয়েছে ৯ বার। তালিকায় দ্বিতীয় স্থানে আছে হায়দ্রাবাদ এফসি, পয়েন্ট ১৬ (৮ ম্যাচ)। তৃতীয় স্থানে রয়েছে ওড়িশা। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট। এটিকে মোহনবাগান আছে চতুর্থ স্থানে। ৭ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।

নর্থইস্ট ইউনাইটেডের দুই প্লেয়ার
FIFA World Cup 22: পর্তুগাল-উরুগুয়ে ম্যাচে 'রামধনু' পতাকা নিয়ে মাঠেই প্রতিবাদ এক ব্যক্তির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in