Asian Games 2023: ব্যাডমিন্টন থেকে কবাডি, শনিবার একের পর এক সোনা জয় ভারতের

People's Reporter: শনিবার ব্যাডমিন্টনের ফাইনালে কোরিয়ান জুটিকে ২-০ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেন চিরাগ-সাত্ত্বিক জুটি।
শনিবার ৯টি পদকের মধ্যে ৬টি সোনা জিতেছে ভারত
শনিবার ৯টি পদকের মধ্যে ৬টি সোনা জিতেছে ভারতছবি - ট্যুইটার

শনিবার এশিয়ান গেমসে ৬টা সোনা জিতলো ভারত। একদিকে চিরাগ-সাত্ত্বিক জুটি অন্যদিকে ভারতের পুরুষ হকি দল এবং ভারতীয় ক্রিকেটে দল। এশিয়ান গেমসে দাপট দেখিয়েই চলেছেন ভারতীয়রা।

এশিয়ান গেমসের ইতিহাসে শনিবার ভারতের কাছে যেন রূপকথার গল্পের মতো। আজ সকালেই ইতিহাস গড়ে এশিয়ানে মোট ১০০টি পদক জিতে নিয়েছিল ভারত। কিন্তু হিন্দিতে একটি কথা আছে 'পিকচার আভি বাকি হে'। তা প্রমাণ করলেন ভারতীয় ক্রীড়াবিদরা। ব্যাডমিন্টিনেও ইতিহাস তৈরি করেছেন সাত্ত্বিক-চিরাগ জুটি। তাঁদের হাত ধরেই এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ভারত প্রথম সোনা জিতলো।

শনিবার ব্যাডমিন্টনের ফাইনালে কোরিয়ান জুটিকে ২-০ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেন তাঁরা। প্রথম সেটে ভারতীয় জুটি জেতে ২১-১৮ পয়েন্টে। দ্বিতীয় সেটেও একই ভাবে দাপট দেখাতে থাকে চিরাগ-সাত্ত্বিক। ফলে ২১-১৬ পয়েন্টে হারিয়ে দেয় কোরিয়ান প্রতিপক্ষকে।

অন্যদিকে, পুরুষদের হকিতেও সোনা জিতেছে ভারত। নাটকীয় ম্যাচে ইরানকে হারিয়ে ফাইনাল ম্যাচ জেতে তারা। মহিলা ক্রিকেট দলের পর পুরুষ ক্রিকেট দলের হাত ধরেও সোনা অর্জন করলো টিম ইন্ডিয়া। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৮.২ বলে ১১২ রান তোলে আফগানিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ করানো সম্ভব হয়নি। ফলে নিয়মানুযায়ী আইসিসি র‍্যাঙ্কিং-এ যে দল এগিয়ে থাকবে তার দখলেই যাবে সোনার পদক। ফলে আইসিসি ক্রম তালিকায় শীর্ষে থাকার সুবাদে সোনা জিতলো ভারত।

এদিন সকালে তিরন্দাজ জ্যোতি ভেন্নাম দক্ষিণ কোরিয়াকে ১৪৯-১৪৫ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন। পুরুষদের ব্যক্তিগত কমপাউন্ড বিভাগে সোনা জেতেন ওজাস ডিওটেল। মহিলা কবাডির ফাইনালে তাইওয়ানকে ২৬-২৪ ব্যবধানে হারিয়ে সোনা জেতে ভারত।

আবার, ভারতীয় মহিলা হকি দল ব্রোঞ্জের লড়াইয়ে জাপানের মুখোমুখি হয়েছিল। সেখানে, ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে ভারত। এখনও পর্যন্ত মোট ১০৪টি পদক জিতেছে ভারত। যার মধ্যে ২৮টি সোনা, ৩৫টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ রয়েছে।

শনিবার ৯টি পদকের মধ্যে ৬টি সোনা জিতেছে ভারত
Asian Games 2023: চীনের মাটিতে ইতিহাস ভারতের! অতীতের সব রেকর্ড ভেঙে ১০০টি পদক জয়ের নজির
শনিবার ৯টি পদকের মধ্যে ৬টি সোনা জিতেছে ভারত
'সবুজ-মেরুন জার্সির সম্মান রাখতেই মাঠে নামব' - পুরনো দলের বিরুদ্ধে নামার আগে বার্তা অনিরুদ্ধ থাপার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in