Asian Games 2023: চীনের মাটিতে ইতিহাস ভারতের! অতীতের সব রেকর্ড ভেঙে ১০০টি পদক জয়ের নজির

People's Reporter: শুক্রবার ভারতের মোট পদক সংখ্যা ছিল ৯৫টি। ২০১৮ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৭০টি পদক।
১০০টি পদক জিতলো ইন্ডিয়া
১০০টি পদক জিতলো ইন্ডিয়াছবি - ইন্ডিয়া অল স্পোর্টস

চীনের মাটিতে ইতিহাস রচনা। ২০২৩ এশিয়ান গেমসে এখনও পর্যন্ত মোট ১০০টি পদক জিতেছে ভারত। যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ২০১৮ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৭০টি পদক।

শুক্রবার ভারতের মোট পদক সংখ্যা ছিল ৯৫টি। ফলে আগেই গতবারের রেকর্ডকে ছাপিয়ে যায় ভারত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়। যাতে লেখা ছিল 'ইসবার ১০০ পার'। শনিবার শুরুতেই মোট ৫টি পদক জিতে ১০০ পদক সংখ্যায় পৌঁছে গেলো ভারত।

শনিবার সকালে ৯৬ তম পদকটি জেতেন অদিতি স্বামী। কমপাউন্ডের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। ইন্দোনেশিয়ান প্রতিপক্ষকে ১৪৬-১৪০ পয়েন্টে হারান তিনি। ৯৭ তম পদক আসে আরেজ তিরন্দাজ জ্যোতি ভেন্নামের হাত ধরে। ওই একই বিভাগে দক্ষিণ কোরিয়াকে ১৪৯-১৪৫ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন তিনি। ৯৮ এবং ৯৯তম পদকটি আসে পুরুষদের ব্যক্তিগত কমপাউন্ড বিভাগে। দুই স্বদেশী প্রতিপক্ষ ফাইনালে মুখোমুখি হয়েছিল। যেখানে ওজাস ডিওটেল অভিষেক বর্মাকে ১৪৯-১৪৭ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন। রুপো পান অভিষেক। ১০০তম পদকটি আসে মহিলা কবাডি দলের হাত ধরে। ফাইনালে তাইওয়ানকে ২৬-২৪ ব্যবধানে হারিয়ে সোনা জেতে তারা।

১৯৫১ সালের এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৫১টি পদক (সোনা - ১৫, রুপো - ১৬ এবং ব্রোঞ্জ - ২০)। শেষ করেছিল দ্বিতীয় স্থানে। ১৯৫৪ এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আসে মোট ১৭টি পদক (সোনা - ৫, রুপো - ৪ এবং ব্রোঞ্জ - ৮)। শেষ করেছিল পঞ্চম স্থানে। ১৯৫৮ সালের এশিয়ান গেমস হয়েছিল জাপানে। সেখানে ভারত জিতেছিল মোট ১৩টি পদক (সোনা - ৫, রুপো - ৪ এবং ব্রোঞ্জ - ৪)। সপ্তম স্থানে শেষ করেছিল ভারত।

১৯৬২ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৩৩টি পদক (সোনা - ১০, রুপো - ১৩ এবং ব্রোঞ্জ - ১০)। শেষ করেছিল তৃতীয় স্থানে। ১৯৬৬ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ২১টি পদক (সোনা - ৭, রুপো - ৩ এবং ব্রোঞ্জ - ১১)। সেই বার পদক তালিকায় পঞ্চম স্থানে ছিল ভারত। ১৯৭০ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ২৫টি পদক (সোনা - ৬, রুপো - ৯ এবং ব্রোঞ্জ - ১০)। শেষ করেছিল পঞ্চম স্থানে।

১৯৭৪ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ২৮টি পদক (সোনা - ৪, রুপো - ১২ এবং ব্রোঞ্জ - ১৪)। শেষ করেছিল সপ্তম স্থানে। ১৯৭৮ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ২৮টি পদক (সোনা - ১১, রুপো - ১১ এবং ব্রোঞ্জ - ৬)। শেষ করেছিল ষষ্ঠ স্থানে।

১৯৮২ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৫৭টি পদক (সোনা - ১৩, রুপো - ১৯ এবং ব্রোঞ্জ - ২৫)। শেষ করেছিল পঞ্চম স্থানে। ১৯৮৬ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৩৭টি পদক (সোনা - ৫, রুপো - ৯ এবং ব্রোঞ্জ - ৯)। শেষ করেছিল পঞ্চম স্থানে।

১৯৯০ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ২৩টি পদক (সোনা - ১, রুপো - ৮ এবং ব্রোঞ্জ - ১৪)। শেষ করেছিল একাদশ তম স্থানে। ১৯৯৪ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ২৩টি পদক (সোনা - ৪, রুপো - ৩ এবং ব্রোঞ্জ - ১৬)। শেষ করেছিল অষ্টম স্থানে।

১৯৯৮ এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এসেছিল মোট ৩৫টি পদক (সোনা - ৭, রুপো - ১১ এবং ব্রোঞ্জ - ১৭)। শেষ করেছিল নবম স্থানে। ২০০২ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৩৬টি পদক (সোনা - ১১, রুপো - ১২ এবং ব্রোঞ্জ - ১৩)। শেষ করেছিল সপ্তম স্থানে।

২০০৬ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৫৩টি পদক (সোনা - ১০, রুপো - ১৭ এবং ব্রোঞ্জ - ২৬)। শেষ করেছিল অষ্টম স্থানে। ২০১০ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৬৫টি পদক (সোনা - ১৪, রুপো - ১৭ এবং ব্রোঞ্জ - ৩৪)। শেষ করেছিল ষষ্ঠ স্থানে।

২০১৪ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৫৭টি পদক (সোনা - ১১, রুপো - ১০ এবং ব্রোঞ্জ - ৩৬)। শেষ করেছিল অষ্টম স্থানে। ২০১৮ এশিয়ান গেমসে ভারত জিতেছিল মোট ৭০টি পদক (সোনা - ১৬, রুপো - ২৩ এবং ব্রোঞ্জ - ৩১)। শেষ করেছিল অষ্টম স্থানে। ২০২৩ এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারত জিতেছে ২৫টি সোনা ৩৫টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ।

১০০টি পদক জিতলো ইন্ডিয়া
Cricket World Cup 2023: ডেঙ্গু আক্রান্ত শুবমন গিল! রোহিতের সাথে ওপেন করবেন কে?
১০০টি পদক জিতলো ইন্ডিয়া
Cricket World Cup 2023: একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে 'হিট ম্যান', ভাঙতে পারেন শচীনের রেকর্ডও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in