

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। ডেঙ্গু আক্রান্ত হলেন তরুণ ওপেনার শুবমন গিল। ফলে অস্ট্রেলিয়া বিরুদ্ধে রোহিতের সাথে ওপেন কে করবেন তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
৮ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। কিন্তু তার আগে দলের তারকা ওপেনার শুবমন গিল খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। শুবমন গিলের বদলে রোহিতের সঙ্গে জুটি বাধতে পারেন ঈশান কিষান অথবা কে এল রাহুল। বিরাট কোহলি সম্ভবত ৩ নম্বরেই নামবেন।
সূত্রের খবর, কে এল রাহুলকে মিডল অর্ডারে বেশি পছন্দ করছে দল। রাহুলও বেশ স্বাচ্ছন্দে খেলেন। কিন্তু ওপেনিং জুটিতে যদি একজন বাঁ-হাতি এবং একজন ডান-হাতি ব্যাটার থাকে তাহলে স্ট্র্যাটেজির দিক দিয়ে বেশ শক্তিশালী হয় জুটিটি। ঈশানও ছন্দে রয়েছেন। ফলে রোহিতের সাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে দেখা যেতে পারে। তবে এখনও কিছু চূড়ান্ত নয়।
চলতি মরশুমে স্বপ্নের ফর্মে রয়েছেন শুবমন গিল। শুধু শুবমনই নন, ভারতীয় দলের প্রায় সকল ব্যাটারই ছন্দে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ম্যাচগুলিতে ঈশান, শ্রেয়স, রাহুল, শুবমন সকলেই রান পেয়েছিলেন। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলেছেন শুবমন গিল। ইতিমধ্যেই ৬টি সেঞ্চুরি করেছেন তিনি। বর্তমানে আইসিসি র্যাঙ্কিং-এ ব্যাটারদের তালিকায় (ওডিআই) দ্বিতীয় স্থানে আছেন শুবমন। প্রথমে আছেন বাবর আজম। চলতি বিশ্বকাপেই বাবরকে টপকে যেতে পারেন তিনি। এখন দেখার শেষ পর্যন্ত রোহিতের পার্টনার কে হন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন