Asia cup: ২০২৩ এশিয়া কাপে অংশ নেবে না ভারত! কী বললেন BCCI সচিব জয় শাহ?

কিন্তু হঠাৎ কী এমন হল যাতে জয় শাহ এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে কি ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নেবে না ভারত?
জয় শাহ
জয় শাহগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

২০২৩ এশিয়া কাপে দেখা যাবে না রোহিত শর্মাদের! এমনই ইঙ্গিত দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ। তাহলে সত্যিই কি ভারত-পাকিস্তান মহারণ থেকে বঞ্চিত হবে ক্রিকেট বিশ্ব? প্রশ্ন সেখানেই।

মঙ্গলবার মুম্বাইতে বিসিসিআই-র ৯১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বোড সেক্রেটরি জয় শাহ বলেন, টিম ইন্ডিয়া ২০২৩ এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে যাবে না। পাকিস্তান বাদে অন্য কোথাও হলে তাহলে অংশগ্রহণ করবে। যদিও এর আগে বিসিসিআই জানিয়েছিল পাকিস্তানে ভারত দল পাঠাবে।

কিন্তু হঠাৎ কী এমন হল যাতে জয় শাহ এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে কি ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নেবে না ভারত? এর সাথেও কি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে জড়িয়ে আছে নাকি বোর্ডের স্বাধীন সিদ্ধান্ত? তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

২০০৫-০৬ সালে শেষবার রাহুল দ্রাবিড়ের পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। তারপর থেকে পাকিস্তানের মাটিতে একটাও ম্যাচ খেলেনি ভারত। ২০১২-১৩ সালে ভারত সফরে আসে পাকিস্তান। ২’টি টি-টোয়েন্টি ও ৩টি ওডিআই খেলে দুই দেশ। টি-টোয়েন্টি সিরিজ ড্র হলেও ওডিআই সিরিজ জিতে নেয় পাকিস্তান।

অন্যদিকে, আজই বিসিসিআই সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে বসলেন ৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। একমাত্র প্রার্থী হিসেবে বিসিসিআই-এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি রজার বিনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের ক্রিকেট কাউন্সিলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সিংহাসনে বসলেন তিনি। বিসিসিআই-এর সচিব পদে দায়িত্ব সামলাবেন জয় শাহই।

জয় শাহ
Pat Cummins: প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার ODI দলের নেতৃত্বে প্যাট কামিন্স

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in