

২০২৩ এশিয়া কাপে দেখা যাবে না রোহিত শর্মাদের! এমনই ইঙ্গিত দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ। তাহলে সত্যিই কি ভারত-পাকিস্তান মহারণ থেকে বঞ্চিত হবে ক্রিকেট বিশ্ব? প্রশ্ন সেখানেই।
মঙ্গলবার মুম্বাইতে বিসিসিআই-র ৯১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বোড সেক্রেটরি জয় শাহ বলেন, টিম ইন্ডিয়া ২০২৩ এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে যাবে না। পাকিস্তান বাদে অন্য কোথাও হলে তাহলে অংশগ্রহণ করবে। যদিও এর আগে বিসিসিআই জানিয়েছিল পাকিস্তানে ভারত দল পাঠাবে।
কিন্তু হঠাৎ কী এমন হল যাতে জয় শাহ এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে কি ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নেবে না ভারত? এর সাথেও কি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে জড়িয়ে আছে নাকি বোর্ডের স্বাধীন সিদ্ধান্ত? তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।
২০০৫-০৬ সালে শেষবার রাহুল দ্রাবিড়ের পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। তারপর থেকে পাকিস্তানের মাটিতে একটাও ম্যাচ খেলেনি ভারত। ২০১২-১৩ সালে ভারত সফরে আসে পাকিস্তান। ২’টি টি-টোয়েন্টি ও ৩টি ওডিআই খেলে দুই দেশ। টি-টোয়েন্টি সিরিজ ড্র হলেও ওডিআই সিরিজ জিতে নেয় পাকিস্তান।
অন্যদিকে, আজই বিসিসিআই সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে বসলেন ৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। একমাত্র প্রার্থী হিসেবে বিসিসিআই-এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি রজার বিনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের ক্রিকেট কাউন্সিলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সিংহাসনে বসলেন তিনি। বিসিসিআই-এর সচিব পদে দায়িত্ব সামলাবেন জয় শাহই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন