IND vs ENG: ১৯০ রানের লিড ভারতের, লাঞ্চের আগেই ১ উইকেট হারালো ইংল্যান্ড

People's Reporter: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন ইংল্যান্ডের জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেট। অশ্বিনের বলে আউট হয়ে ফিরতে হয় ক্রাউলিকে (৩৩ বলে ৩১ রান)।
ভারত বনাম ইংল্যান্ড টেস্টের দৃশ্য
ভারত বনাম ইংল্যান্ড টেস্টের দৃশ্যছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

প্রথম টেস্টের তৃতীয় দিনের সকালেই মাত্র ১৫ রানে শেষ হলো ভারতের ইনিংস। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯০ রানের লিড নিয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি। অন্যদিকে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ১ উইকেট হারিয়েছে ইংল্যান্ড

কোনও ভারতীয় ক্রিকেটারের ব্যাট থেকে শতরান আসেনি। ওপেনার যশস্বী আউট হয়েছিলেন ৮০ রানে। কে এল রাহুল আউট হন ৮৬ রানে। পরে জাদেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে দুরন্ত পার্টনারশিপ দেখে মনে হচ্ছিল ভারত ৪৫০-র বেশি রান করে ইনিংস শেষ করবে। টেস্টের দ্বিতীয় দিনের শেষে দু'জনেই অপরাজিত ছিলেন। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই তাঁদের পার্টনারশিপ ভাঙেন ইংল্যান্ডের জো রুট। ৮৭ রানে আউট হয়ে ফিরতে হয় জাদেজাকে। ওই ওভারেই বুমরাহকে ডাক করেন রুট। পরবর্তী ওভারে রেহান আহমেদের বলে আউট হয়ে ফেরেন অক্ষর প্যাটেল। ভারতের ইনিংস শেষ হয় ৪৩৬ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন ইংল্যান্ডের জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেট। অশ্বিনের বলে আউট হয়ে ফিরতে হয় ক্রাউলিকে (৩৩ বলে ৩১ রান)। বর্তমানে ব্যাট করছেন বেন ডাকেট (৩৮) এবং অলি পোপ (১৬)। ইংল্যান্ডের ব্যাটারদের আটকাতে না পারলে কিছুটা হলেও সমস্যা হতে পারে ভারতের। লাঞ্চের আগে ইংল্যান্ডের রান ১ উইকেটের বিনিময়ে ৮৯।

উল্লেখ্য, প্রথম টেস্টের পর ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে রাজকোটে। ১৫-১৯ ফেব্রুয়ারি সেই ম্যাচ হবে। ২৩-২৭ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট হবে রাঁচিতে। শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচ হবে ধর্মশালাতে। ৭-১১ মার্চ পঞ্চম টেস্টের দিন নির্ধারিত হয়েছে।

ভারত বনাম ইংল্যান্ড টেস্টের দৃশ্য
Australian Open: 'বুড়ো'র কাছে হার মানলো তারুণ্য! অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বোপান্না-এবডেন জুটি
ভারত বনাম ইংল্যান্ড টেস্টের দৃশ্য
IND vs ENG: 'আমি ভিসা অফিসে বসে নেই' - ইংল্যান্ডের তরুণ স্পিনারের ভিসা সমস্যা নিয়ে মন্তব্য রোহিতের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in