ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশীপে ইতিহাস ভারতীয় মহিলাদের! জাপানকে হারিয়ে ফাইনালে সিন্ধুরা

People's Reporter: শনিবার ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং জাপান।
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুছবি - সংগৃহীত

ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশীপে ইতিহাস গড়লো ভারত। জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে প্রথম এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ভারতীয় মহিলা শাটলাররা। রবিবার ফাইনালে ভারত খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে।

শনিবার ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং জাপান। প্রথম ম্যাচ ছিল জাপানের আয়া ওহরির এবং ভারতের পিভি সিন্ধুর মধ্যে। সেই ম্যাচে প্রতিপক্ষের কাছে সিন্ধুকে হারতে হয় ২১-১৭ এবং ২২-২০ ব্যবধানে।

পরের ম্যাচেই ডবলসে খেলায় ফেরে ভারত। বিশ্বের ২৩ নম্বরে থাকা তৃষা জলি এবং গায়েত্রী গোপীচাঁদ জুটি বিশ্বের ৬ নম্বরে থাকা নামি মাতসুয়ামা এবং চিহারু শিদা জুটিকে ২১-১৭, ১৬-২১, এবং ২২-২০ ব্যবধানে হারিয়ে খেল্যার সমতা ফেরান তাঁরা।

পরের ম্যাচে সিঙ্গেলসে জাপানের এবং প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারাকে ২১-১৭ এবং ২১-১৪ ব্যবধানে হারান ভারতের অস্মিতা চালিহা। খেলার ফল হয় ২-১।

চতুর্থ ম্যাচে ফের খেলাইয় ফেরে জাপান। ডবলসে মিয়াউরা এবং সাকুরামোতো জুটির কাছে হার মানতে হয় ভারতের সিন্ধু এবং পোনাপ্পা জুটিকে। জাপান জেতে ২১-১৪ এবং ২১-১১ ব্যবধানে। তবে পঞ্চম ম্যাচে নাতসুকি নিদাইরাকে ২১-১৪ এবং ২১-১৮ ব্যবধানে হারিয়ে ফাইনালের রাস্তা পাকা করেন ভারতের আনমোল। পঞ্চম ম্যাচ শেষ হতে সময় লাগে ৫২ মিনিট।

পি ভি সিন্ধু
ISl 2023-24: লক্ষ্য শক্তিশালী দল গঠন - আরও স্পনসরের সন্ধানে ইস্টবেঙ্গল!
পি ভি সিন্ধু
ISL 2023-24: নর্থইস্ট ম্যাচের আগে ফের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ হাবাসের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in