

ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশীপে ইতিহাস গড়লো ভারত। জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে প্রথম এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ভারতীয় মহিলা শাটলাররা। রবিবার ফাইনালে ভারত খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে।
শনিবার ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং জাপান। প্রথম ম্যাচ ছিল জাপানের আয়া ওহরির এবং ভারতের পিভি সিন্ধুর মধ্যে। সেই ম্যাচে প্রতিপক্ষের কাছে সিন্ধুকে হারতে হয় ২১-১৭ এবং ২২-২০ ব্যবধানে।
পরের ম্যাচেই ডবলসে খেলায় ফেরে ভারত। বিশ্বের ২৩ নম্বরে থাকা তৃষা জলি এবং গায়েত্রী গোপীচাঁদ জুটি বিশ্বের ৬ নম্বরে থাকা নামি মাতসুয়ামা এবং চিহারু শিদা জুটিকে ২১-১৭, ১৬-২১, এবং ২২-২০ ব্যবধানে হারিয়ে খেল্যার সমতা ফেরান তাঁরা।
পরের ম্যাচে সিঙ্গেলসে জাপানের এবং প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারাকে ২১-১৭ এবং ২১-১৪ ব্যবধানে হারান ভারতের অস্মিতা চালিহা। খেলার ফল হয় ২-১।
চতুর্থ ম্যাচে ফের খেলাইয় ফেরে জাপান। ডবলসে মিয়াউরা এবং সাকুরামোতো জুটির কাছে হার মানতে হয় ভারতের সিন্ধু এবং পোনাপ্পা জুটিকে। জাপান জেতে ২১-১৪ এবং ২১-১১ ব্যবধানে। তবে পঞ্চম ম্যাচে নাতসুকি নিদাইরাকে ২১-১৪ এবং ২১-১৮ ব্যবধানে হারিয়ে ফাইনালের রাস্তা পাকা করেন ভারতের আনমোল। পঞ্চম ম্যাচ শেষ হতে সময় লাগে ৫২ মিনিট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন