ISl 2023-24: লক্ষ্য শক্তিশালী দল গঠন - আরও স্পনসরের সন্ধানে ইস্টবেঙ্গল!

Peoples Reporter: ইস্টবেঙ্গল ক্রিকেট টিমকে স্পনসর করছে সাঁচি গ্রুপ। সামনের মরসুমে এই গ্রুপ ফুটবল টিমেও টাকা দেবে। এছাড়া রেলের সরঞ্জাম প্রস্তুতকারক একটি সংস্থা স্পনসর হিসেবে থাকবে।
ISl 2023-24: লক্ষ্য শক্তিশালী দল গঠন - আরও স্পনসরের সন্ধানে ইস্টবেঙ্গল!
ছবি - প্রতীকী

আগামী বছর ভালো বড় বাজেটের দল তৈরী করতে তৎপর ইস্টবেঙ্গল কর্তারা। তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেলো। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় পরে টিমের বাজেট বাড়াচ্ছে ইমামি। একই সঙ্গে ক্লাবও কয়েকটি স্পনসর তুলে এনে টিম বাজেটে সাহায্য করবে।

ইস্টবেঙ্গল ক্রিকেট টিমকে স্পনসর করছে সাঁচি গ্রুপ। সামনের মরসুমে এই গ্রুপ ফুটবল টিমেও টাকা দেবে। এছাড়া রেলের সরঞ্জাম প্রস্তুতকারক একটি সংস্থা স্পনসর হিসেবে থাকবে। ইস্টবেঙ্গল কর্তারা ক্রাউডফান্ডিং করতে পরের সপ্তাহে উত্তরবঙ্গে যাবেন।

সবাই চাইছে কম বাজেটের দল নিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হলে দলের বাজেট বাড়লে ক্লাব আইএসএলেও ভালো পারফরমেন্স করবে। শনিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হায়দরাবাদ। মাত্র ১২ পয়েন্ট নিয়ে কার্লস কুয়াদ্রাতের দল এখন লিগ টেবলের এগারো নম্বরে। ১৩ ম্যাচে এই ১২ পয়েন্ট অর্জন করেছে ইস্টবেঙ্গল।

ছ’নম্বরে থাকা জামশেদপুর এফসি-র সঙ্গে তাদের পাঁচ পয়েন্টের ফারাক এবং ক্লেটন সিলভারা যেখানে ১৩টি ম্যাচ খেলেছে, সেখানে ইস্পাতনগরীর দলের ১৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সে দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল সুবিধাজনক জায়গায় রয়েছে। আসন্ন ম্যাচগুলিতে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তারা ছ’নম্বরে থেকে লিগ শেষ করতে পারে। তাই বাস্তববাদী কার্লস কুয়াদ্রাতের নজর এখন ওই জায়গাটাতেই আটকে।

শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি সাংবাদিকদের বলেন, "বহু বছর বাদে জানুয়ারিতে আমরা একটা সাফল্য পাই। কিন্তু তার পর থেকে হঠাৎ সব কিছু বদলে গেল। এখন আমাদের মূল জায়গায় ফিরে যেতে হবে এবং লিগের শেষ ন’টি ম্যাচের জন্য নিজেদের সঠিক প্রস্তুতি নিতে হবে। যাতে আমরা আরও পয়েন্ট পাই এবং ছ’নম্বর জায়গাটা পাকা করতে পারি। জানি, ওই জায়গাটার জন্য ছ’টা দল লড়াই করছে। তবে আমাদের এখন এর চেয়ে বেশি কিছু বলার নেই"।

ISl 2023-24: লক্ষ্য শক্তিশালী দল গঠন - আরও স্পনসরের সন্ধানে ইস্টবেঙ্গল!
ISL 2023-24: নর্থইস্ট ম্যাচের আগে ফের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ হাবাসের
ISl 2023-24: লক্ষ্য শক্তিশালী দল গঠন - আরও স্পনসরের সন্ধানে ইস্টবেঙ্গল!
Ravichandran Ashwin: বিশ্বের দ্রুততম ৫০০ উইকেট শিকারীর তালিকায় রবিচন্দ্রন অশ্বিন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in