'পাকিস্তানে খেলতে না এলে ভারত জাহান্নামে যাক', বিস্ফোরক মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটারের

মিয়াদাঁদ বলেন, ভারত পাকিস্তানে খেলতে যেতে চায় না ভয়ে। যদি হারে তবে ভারতের জনতা যে আচরণ করবে সেই ভয়েই খেলতে যেতে চায় না।
জাভেদ মিয়াদাঁদ
জাভেদ মিয়াদাঁদফাইল ছবি

এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে যে বিতর্ক শুরু হয়েছে, তা থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বিসিসিআই সচিব জয় শাহ সাফ জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাবে না ভারত. ভেন্যু পরিবর্তন করার কথা বলেছেন তিনি। অন্যদিকে এশিয়া কাপ নিজেদের দেশেই আয়োজন করতে বদ্ধপরিকর পাক বোর্ড। দুই বোর্ডের বিতর্কের মাঝে এবার মুখ খুললেন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াদাঁদ।

এশিয়া কাপ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন মিয়াদাঁদ। তিনি বলেন, "ভারত যদি পাকিস্তানে খেলতে আসতে না চায় তাহলে তারা জাহান্নামে যাক।" পাশাপাশি, আইসিসির কাছে ভারতকে ছাঁটাই-এর দাবিও তুলেছেন তিনি।

ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে মিয়াদাঁদ বলেন, "আমি সবসময় বলে আসছি, ভারত না এলে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের ক্রিকেটকে পাচ্ছি। আইসিসির কাজ এই ধরনের বিষয়গুলো নিয়ন্ত্রণ করা, নইলে গভর্নিং বডি থাকার কোনো মানে নেই।"

পাক ক্রিকেটের প্রাক্তন গ্রেট আরও বলেন, "প্রত্যেক দেশের জন্য আইসিসি-র একটাই নিয়ম হওয়া উচিত। যদি কোনও দল খেলতে আসতে না চায়, যতই শক্তিশালী হোক, তাদের ছাঁটাই করা উচিত।"

এসবের পাশাপাশি কটাক্ষের সুরে মিয়াদাঁদ বলেন, "তাদের খেলা উচিত, কেন তারা খেলছে না? কারণ তারা পরিণতির ভয় পায়।"

তিনি বলেন, ভারত পাকিস্তানে খেলতে যেতে চায় না ভয়ে। যদি হারে তবে ভারতের জনতা যে আচরণ করবে সেই ভয়েই খেলতে যেতে চায় না। মিয়াঁদাদ বলেন, 'আমাদের সময়েও ওরা খেলতে চাইত না কারণ যদি হারে তো বিপদ হয়ে যাবে। ওখানকার ক্রাউড ভয়ঙ্কর। যখনই ভারত হারবে সে যার বিরুদ্ধেই হোক, ওখানকার লোক ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমার মনে আছে, যখন আমরা খেলতাম তখন ওরা বিপদে পড়েছিল।'

মিয়াদাঁদ মনে করেন, আইসিসি-র উচিত ইভেন্টে খেলতে না চাওয়া ভারতের মতো দেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। সর্বশেষে তিনি বলেন, "আমি আইসিসিকে বলব কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। আইসিসির একটা আইন-কানুন থাকা উচিত। যদি কোনও দেশ এমন ধরনের আচরণ করে, তাহলে তাদের সরিয়ে দেওয়া উচিত।"

জাভেদ মিয়াদাঁদ
'ভারত যদি পাকিস্তানে না খেলে তবে...', জয় শাহকে হুঁশিয়ারি পিসিবি চেয়ারম্যানের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in