আজ শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে নামছে ছেত্রীরা, ম্যাচ প্রসঙ্গে কী বললেন ইগোর স্টিম্যাচ?

স্টিম্যাচ জানিয়েছেন, ভারতের রক্ষণভাগকে বেশ সক্রিয় থাকতে হবে। কারণ ভিয়েতনামের দুরপাল্লার শট এবং তাদের ক্রস ভারতের সামনে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ভারতকে এর মোকাবিলা করার জন্য তৎপর থাকতে হবে।
ভিয়েতনামের বিপক্ষে নামার আগে প্র্যাক্টিস ভারতীয় দলের
ভিয়েতনামের বিপক্ষে নামার আগে প্র্যাক্টিস ভারতীয় দলেরছবি সৌজন্যে ইন্ডিয়ান ফুটবল টিম টুইটার হ্যান্ডেল
Published on

মঙ্গলবার চি মিন সিটিতে হুং থিন ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে ভারতীয় দল। গত শনিবার ভারত তাদের প্রথম ম্যাচে, ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে থাকা সিঙ্গাপুরের সাথে ১-১ গোলে ড্র করেছে। ব্লু টাইগার্সদের তাই সিঙ্গাপুরকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে বেশ মনোযোগ দিয়েই খেলতে হবে।

ম্যাচের প্রাক্কালে ভারতের প্রধান কোচ ইগর স্টিম্যাচ বলেছেন, "অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একটি ভিন্ন ধরনের খেলা হবে, তাই আমাদের দৃষ্টিভঙ্গিও সেই অনুযায়ী পরিবর্তিত হবে। আমাদের আরও বেশি মনোযোগী হতে হবে।"

পাশাপাশি স্টিম্যাচ এও জানিয়েছেন, ভারতের রক্ষণভাগকে বেশ সক্রিয় থাকতে হবে। কারণ ভিয়েতনামের দুরপাল্লার শট এবং তাদের ক্রস ভারতের সামনে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ভারতকে এর মোকাবিলা করার জন্য তৎপর থাকতে হবে বলে জানান প্রধান কোচ।

ভারতের মঙ্গলবারের প্রতিপক্ষ একটি শক্তিশালী ইউনিট। ইগোর স্টিম্যাচ বেশ মনোযোগ সহকারে দেখেছেন ভিয়েতনাম বনাম সিঙ্গাপুরের ম্যাচ। স্টিম্যাচ বলেন, "আমি সিঙ্গাপুরের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ দেখেছি এবং তারা (ভিয়েতনাম) খুবই সুশৃঙ্খল দল।"

সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করার পর ভিয়েতনামের বিপক্ষে ভারতে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বলে আগে থেকেই আভাস দিয়ে রেখেছেন ৫৫ বর্ষীয় ভারতীয় কোচ। বেশ কয়েকজন ফুটবলার দলে যোগ দিয়েছেন। তাই ভিয়েতনামের বিপক্ষে যথেষ্ট শক্তি এবং গতি ভারতীয় দলে আছে বলেই মনে করছেন স্টিম্যাচ।

ভিয়েতনামের বিপক্ষে নামার আগে প্র্যাক্টিস ভারতীয় দলের
IND vs SGP: আশিকের একমাত্র গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হার বাঁচালো স্টিম্যাচ বাহিনী
ভিয়েতনামের বিপক্ষে নামার আগে প্র্যাক্টিস ভারতীয় দলের
Virat Kohli: দ্রাবিড়কে টপকে গেলেন বিরাট, সামনে এখন শুধুই শচীন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in