IND vs SA: বিরাটদের স্বপ্ন ভঙ্গ করে কেপটাউন টেস্ট জিতে সিরিজ ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকাছবি ICC-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

IND vs SA: বিরাটদের স্বপ্ন ভঙ্গ করে কেপটাউন টেস্ট জিতে সিরিজ ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা

বিরাটদের হতাশ করে ৭ উইকেটে কেপটাউন টেস্ট জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলেন পিটারসেনরা। ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার তকমাও পেয়েছেন পিটারসেন।

প্রোটিয়াভূমে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় অধরাই থাকলো। বিরাটদের হতাশ করে ৭ উইকেটে কেপটাউন টেস্ট জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো স্বাগতিকরা। তৃতীয় টেস্টের দুই ইনিংসে অনবদ্য ইনিংস খেললেন প্রোটিয়া ব্যাটার কিগান পিটারসেন। ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার তকমাও পেয়েছেন পিটারসেন।

চলতি সফরে ভারতের সামনে সবচেয়ে বড় সুযোগ ছিলো ইতিহাস রচনা করার। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট জিতে দেশবাসীকে আশাও জাগিয়েছিলো বিরাটরা। তবে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরে পায় দক্ষিণ আফ্রিকা। নির্ধারক তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অবশ্য এগিয়ে ছিলো ইন্ডিয়াই। তবে কিগান পিটারসেনের দাপুটে প্রদর্শনে দ্বিতীয় ইনিংসে সহজ জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের ঘরেই রাখলেন ডিন এলগারের বাহিনী।

নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার সামনে টেস্ট জয়ের জন্য ২১২ রানের লক্ষ্যমাত্রা রাখে টিম ইন্ডিয়া। গতকালই পিটারসেন এবং ডিন এলগার জুটি দলকে অনেকটাই এগিয়ে দেন। ১০১ রানের মাথায় ডিন এলগার ৩০ রানে আউট হয়ে ফিরে যান। এলগারকে ফিরিয়ে কিছুটা স্বস্তি পেয়েছিলো টিম ইন্ডিয়া। তবে চতুর্থ দিনে কিগান পিটারসেন, ভ্যান ডার ডুসেন এবং টেম্বা বাভুমা অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের স্বাদ এনে দেন।

কিগান পিটারসেন ১০ টি বাউন্ডারির মাধ্যমে ১১৩ বলে ৮২ রান করেন। পিটারসেনকে শার্দুল ঠাকুর ফেরানোর পর আর পেছনে তাকাতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। টেম্বা বাভুমা ৩২* রানে এবং ভ্যান ডার ডুসেন ৪১* রানে অপরাজিত থেকে জয় উৎসবে মাতেন।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
অসমের ডেপুটি পুলিশ সুপার নিযুক্ত হলেন টোকিও অলিম্পিক্সে পদকজয়ী Lovlina Borgohain

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in