
মাত্র ১৪৮ রান ডিফেন্ড করতে নেমে ভুবনেশ্বর কুমারের হাত ধরে খেলায় ফিরেছিলো ভারত। দ্রুত দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের তিন ব্যাটারকে ড্রেসিংরুমের রাস্তা দেখিয়েছিলেন ভুবি। তবে হেনরিখ ক্লাসেনের মারকাটারি ব্যাটিং-এর দৌলতে জয় তুলে নিতে বিশেষ কোনো অসুবিধার মধ্যেই পড়তে হলো না দক্ষিণ আফ্রিকাকে। কটকে ৪৬ বলে ৮১ রানের অনবদ্য এক ইনিংস খেললেন ক্লাসেন। ১০ বল হাতে রেখেই ভারতকে ৪ উইকেটে হারিয়ে চলতি টি-টোয়েন্টি সিরিজে ঋষভ পান্তদের ২-০ ব্যবধানে পেছনে ফেললো সফরকারী প্রোটিয়া দল।
রবিবার টসে হেরে প্রথম দফায় ব্যাট করতে হয় ঋষভ পান্তদের। শুরুতেই রাবাডার শিকার হয়ে ফিরে যান রুতুরাজ (১)। ইশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার জুটি বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। তবে দলগত স্কোর ৪৮ রানে ইশান কিষাণ (৩৪) ফিরে যাওয়ার পর ভারতের ব্যাটিং অর্ডারে ধস নামে। ঋষভ পান্ত (৫), হার্দিক পান্ডিয়া (৯), অক্ষর প্যাটেলরা (১০) কেউই দাঁড়াতে পারেননি। শ্রেয়স আইয়ার (৪০) রান করে দলকে কিছুটা ভরসা জোগাচ্ছিলেন। আইয়ার ফিরে যাওয়ার পর ২১ বলে ৩০ রান করে ইন্ডিয়াকে দেড়শোর দোরগোড়ায় নিয়ে যান দীনেশ কার্তিক।
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় দক্ষিণ আফ্রিকাকে। ভুবনেশ্বর কুমারের দাপটে রেজা হেনড্রিকেস (৪), ডোয়েন প্রিটোরিয়াস (৪), ভ্যান ডার ডুসেনরা (১) দাঁড়াতেই পারেননি। ২৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দক্ষিণ আফ্রিকা দলকে এরপর টেনে তোলেন অধিনায়ক টেম্বা বাভুমা এবং হেনরিখ ক্লাসেনের শক্ত ব্যাট। বাভুমা ৩০ বলে ৩৫ রানের এক মহামূল্যবান ইনিংস খেলেন। আর ক্লাসেন ৭ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারির মাধ্যমে মাত্র ৪৬ বলে ৮১ রানের ম্যাচ উইনিং ইনিংস উপহার দেন। ডেভিড মিলার অপরাজিত থাকেন ২০* রানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন