IND vs SA: দীপক হুডার সাথে ছিটকে গেলেন শামিও, প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলে বাংলার শাহবাজ

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন শাহবাজ। যদিও তাঁকে ব্যাক আপ হিসেবে নেওয়া হয়েছে। অক্ষর প্যাটেলকে কোনো ম্যাচে বিশ্রাম দেওয়া হলে খেলানো হতে পারে শাহবাজকে।
মহম্মদ শামি এবং দীপক হুডা
মহম্মদ শামি এবং দীপক হুডাফাইল ছবি
Published on

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ভারতীয় দলে এলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ। সেই সঙ্গে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ারও। দীপক হুডা চোটের কারণে ছিটকে যাওয়ায় শ্রেয়সকে দলে নেওয়া হয়েছে। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে পারবেন না মহম্মদ শামি। কোভিড থেকে এখনও সেরে উঠতে পারেননি বাংলার এই স্পীড স্টার।

বুধবার থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। হার্দিক না থাকায় ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলার পুরস্কার পেলেন শাহবাজ। যদিও বাংলার এই তারকাকে ব্যাক আপ হিসেবেই দলে নেওয়া হয়েছে। যদি অক্ষর প্যাটেলকে কোনো ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তবে খেলানো হতে পারে শাহবাজকে।

পিঠে চোট রয়েছে দীপক হুডার। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজের অংশ ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁর মাঠে নামার মতো কোনও সম্ভাবনা তৈরি হয়নি। এরপর চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে গেলেন। হুডার চোট পাওয়াটা বিশ্বকাপের আগে ভারতের জন্য এক বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। হুডার পরিবর্তে টেম্বা বাভুমাদের বিরুদ্ধে লড়তে ভারতীয় দলে যোগ দিয়েছেন শ্রেয়স আইয়ার।

অন্যদিকে ভুবনেশ্বর কুমারকেও পাওয়া যাবে না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। তাঁর বদলে খেলবেন আর্শদীপ সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে হাত ঘোরানোর সুযোগ না পেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খুব সম্ভবত তিনটি ম্যাচেই মাঠে নামবেন আর্শদীপ। টি-টোয়েন্টি সিরিজের পর ওডিআই সিরিজে ভারতীয় দলে দেখা যেতে পারে অনেক নতুন মুখ। প্রথম সারির ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করবে। তাই ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন সম্পূর্ণ নতুন এক টিম দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

মহম্মদ শামি এবং দীপক হুডা
Virat Kohli: দ্রাবিড়কে টপকে গেলেন বিরাট, সামনে এখন শুধুই শচীন
মহম্মদ শামি এবং দীপক হুডা
Indian Super League 2022: ২৭ জনের মধ্যে ন’জন অনুর্ধ্ব-২৩ ফুটবলার, চমক এফসি গোয়ার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in