IND vs SA: সেঞ্চুরিয়ানে ভারতের জয়ধ্বজা, একাধিক বক্সিং ডে টেস্ট জয়ের নজির বিরাট কোহলীর

অধিনায়ক হিসেবে সৌরভ, ধোনিকে পেছনে ফেলে একাধিক বক্সিং ডে টেস্ট জয়ের নজির অধিনায়ক কোহলির। ৩ ম্যাচের টেস্ট সিরিজে ডিন এলগারের দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে প্রথম টেস্ট জয় রাহুল দ্রাবিড়ের ছাত্রদের
জয়ের পর ভারতীয় দল
জয়ের পর ভারতীয় দল ছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

প্রোটিয়াদের দুর্গ সেঞ্চুরিয়ানে উড়লো ভারতের জয়ধ্বজা। সেঞ্চুরিয়ানে গিয়ে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত। সেইসঙ্গে অধিনায়ক হিসেবে সৌরভ, ধোনিদের পেছনে ফেলে একাধিক বক্সিং ডে টেস্ট জয়ের নজির গড়লেন অধিনায়ক কোহলি। তিন ম্যাচের টেস্ট সিরিজে ডিন এলগারের দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে প্রথম টেস্ট পকেটে পুরলো রাহুল দ্রাবিড়ের ছাত্ররা।

সেঞ্চুরিয়ানে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারানো এক প্রকার সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতো। তাই সফল করে দেখালেন কোহলি এন্ড কোং। প্রথম টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ১৯১ রানেই অল আউট হয়ে যায় প্রোটিয়া বাহিনী। ১১৩ রানে বড় জয় তুলে নিয়ে সিরিজে মজবুত ভীত গড়লো কোহলিরা।

প্রথম ইনিংসে ভারতের ৩২৭ রানের জবাবে ১৯৭ রানেই অল আউট হয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ১৭৪ রান। দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জয়ের জন্য ৩০৬ রানের লক্ষ্য বেঁধে দেয় ভারত। চতুর্থ দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছিলো দক্ষিণ আফ্রিকা। অর্ধশতরান করে অপরাজিত ছিলেন ডিন এলগার (৫২*)।

পঞ্চম দিনের শুরুটা বেশ মজবুত করেন এলগার-বাভুমা জুটি। তবে এলগার ব্যক্তিগত ৭৭ রানে ফিরে যাওয়ার পর ভারত খেলায় ফেরে। কুইন্টন ডিকক স্বপ্ন দেখালেও ২১ রানের বেশি করতে পারেননি। মালডার (১) ও জেনসন (১৩) ফিরে যাওয়ার পর অশ্বিন পরপর দু'বলে রাবাডা (০) ও এনগিডিকে (০) ফিরিয়ে ভারতকে জয়ের স্বাদ এনে দেন। অপরাজিত হয়ে একা বাইশ গজে দাঁড়িয়ে থাকেন টেম্বা বাভুমা (৩৫*)।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি। দুটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে অনবদ্য শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন লোকেশ রাহুল।

জয়ের পর ভারতীয় দল
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in