'ভবিষ্যত' - একাধিক নজির গড়া শুবমনকে প্রশংসায় ভরালেন বিরাট কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার ৬৩ বলে ১২৬* রানে অপরাজিত থাকলেন শুবমন। দুর্দান্ত এই ইনিংস খেলে গিল পেছনে ফেললেন বিরাট কোহলিকে।
শুবমনকে প্রশংসায় ভরালেন বিরাট কোহলি
শুবমনকে প্রশংসায় ভরালেন বিরাট কোহলিফাইল ছবি

স্বপ্নের ফর্মে রয়েছেন শুবমন গিল।ইতিমধ্যেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে দ্বিশত রান করার নজির গড়েছেন তিনি। এবার ভারতীয় ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির নজির গড়লেন গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার ৬৩ বলে ১২৬* রানে অপরাজিত থাকলেন শুবমন। দুর্দান্ত এই ইনিংস খেলে গিল পেছনে ফেললেন বিরাট কোহলিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই কোনো ভারতীয়র সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এতদিন এই রেকর্ড ছিল বিরাট কোহলির মুকুটে। কোহলিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন শুবমন। নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুর্দান্ত ইনিংস খেলায় প্রশংসায় ভাসছেন পাঞ্জাব তারকা। প্রশংসায় ভরালেন স্বয়ং বিরাটও।

ইনস্টাগ্রামে গিলের সাথে একটি ছবি শেয়ার করে কোহলি লিখলেন, "সিতার(তারকা), ভবিষ্যত এখানে।"

বিরাট কোহলির পর শুবমনই হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। এমনটাই দাবি করছেন নেটিজেনদের একাংশ। সম্প্রতি শুবমনের পারফর্ম্যান্সই তার কারণ। একের পর এক আলো ছড়ানো ইনিংস খেলে চলেছেন তিনি। গতকাল দুর্দান্ত ইনিংসের মাধ্যমে রেকর্ড বুক ঢেলে সাজিয়েছেন এই ২৩ বর্ষীয় তরুণ প্রতিভা।

বিরাট কোহলি এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ১২২* রানের ব্যক্তিগত ইনিংস খেলেছিলেন। তাঁকে টপকে ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন শুবমন। পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে অষ্টম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে শতরান পেলেন তিনি।

এছাড়াও সুরেশ রায়না, রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলির পর মাত্র পঞ্চম ভারতীয় হিসেবে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি - এই তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করলেন শুবমন। পাশাপাশি, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরির মালিক হলেন তিনি।

শুবমনকে প্রশংসায় ভরালেন বিরাট কোহলি
IND VS NZ: নিউজিল্যান্ডকে ৬৬ রানে অল আউট করে নয়া নজির ভারতের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in