
নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়ে একাধিক নজির গড়লো টিম ইন্ডিয়া। আইসিসির পূর্ণ সদস্যের দলের মধ্যে টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির। গতকাল আমেদাবাদে ভারতের ৪ উইকেটে ২৩৪ রানের জবাবে ৬৬ রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড।
এতদিন আইসিসির টেস্ট খেলিয়ে দেশের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির ছিল যৌথভাবে ভারত ও পাকিস্তানের দখলে। ২০১৮ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারিয়েছিল পাকিস্তান। একইবছর ডাবলিনে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিল ভারত। গতকাল নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়ে রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়ারা।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির অবশ্য চেক প্রজাতন্ত্রের দখলে। ২০১৯ সালে তুরস্কের বিরুদ্ধে ২৫৭ রানে জয় তুলে নিয়েছিল চেক রিপাবলিক। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা। ২০২১ সালে পানামার বিপক্ষে ২০৮ রানে জয় পায় তারা। গতবছর ক্যামেরুনের বিপক্ষে ১৮৪ রানে ম্যাচ জিতে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তানজানিয়া। সার্বিকভাবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নিরিখে অষ্টম স্থানে রয়েছে ভারত।
বুধবার সিরিজ নির্ণায়ক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের বিনিময়ে ২৩৪ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন শুবমন গিল। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করার নজির গড়েন শুবমন। পাশাপাশি রাহুল ত্রিপাঠী (৪৪), সূর্যকুমার যাদব (২৪), হার্দিক পান্ডিয়া (৩০) ছোটো অথচ মূল্যবান ইনিংস খেলে দলকে এগিয়ে দেন।
জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইদের ইনিংস। আর্শদীপ আর হার্দিকের দাপটে খড়কুটোর মতো উড়ে যায় নিউজিল্যান্ডের টপ অর্ডার। ৬৬ রানের মধ্যে ডেরিল মিচেল একাই করেন ৩৫ রান। মিচেল স্যান্টনার করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান। আর কোনো নিউজিল্যান্ডের ব্যাটার দুই অঙ্কের স্কোর করতে পারেননি।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন