রেকর্ডের দোরগোড়ায় সূর্যকুমার, পেলেন কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট

২০২০ সালে ইংলিশ ব্যাটার ডেভিড মালান ৯১৫ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রেটিং-এর নিরিখে সর্বকালীন রেকর্ড।
সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদবফাইল ছবি
Published on

টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বের এক নম্বর তারকা সূর্যকুমার যাদব। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত প্রদর্শন করে শীর্ষস্থান আরও মজবুত করলেন সূর্য। পাশাপাশি নিজের টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছে গেলেন মুম্বইয়ের ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন সূর্যকুমার। যার ফলে তাঁর রেটিং পয়েন্ট দাঁড়িয়েছিল ৯১০। লখনউয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার অপরাজিত ২৬ রানের ইনিংস খেলায় সেই পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯০৮-এ। শেষ টি-টোয়েন্টিতে সূর্যের ব্যাট যদি ঝলসে ওঠে তবে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলবেন তিনি।

২০২০ সালে ইংলিশ ব্যাটার ডেভিড মালান ৯১৫ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন। যা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রেটিং-এর নিরিখে সর্বকালীন রেকর্ড। সূর্যকুমার দাঁড়িয়ে আছেন নতুন রেকর্ডের দোরগোড়ায়। আপাতত তিনি সর্বোচ্চ রেটিং পয়েন্টের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন।

গত বছরের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয়টি ম্যাচে মোট ২৩৯ রান করে তিনি শীর্ষ র‌্যাঙ্কিং দখল করেন। গত মাসেই আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হন সূর্যকুমার।

আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ব়্যাঙ্কিং তালিকায় ব্যাটার, বোলার ও অল-রাউন্ডারদের প্রথম দশে বিস্তর কিছু রদবদল হয়নি। শুধু ব্যাটারদের তালিকায় ফিঞ্চ উঠে এসেছেন ৮ নম্বরে। ফিলিপস নেমে গিয়েছেন ৯-এ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-২০ ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি রয়েছেন ১৪ নম্বরে, লোকেশ রাহুল রয়েছেন ২৫ নম্বরে, রোহিত শর্মা রয়েছেন ২৮ নম্বরে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in