রেকর্ডের দোরগোড়ায় সূর্যকুমার, পেলেন কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট

২০২০ সালে ইংলিশ ব্যাটার ডেভিড মালান ৯১৫ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রেটিং-এর নিরিখে সর্বকালীন রেকর্ড।
সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদবফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বের এক নম্বর তারকা সূর্যকুমার যাদব। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত প্রদর্শন করে শীর্ষস্থান আরও মজবুত করলেন সূর্য। পাশাপাশি নিজের টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছে গেলেন মুম্বইয়ের ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন সূর্যকুমার। যার ফলে তাঁর রেটিং পয়েন্ট দাঁড়িয়েছিল ৯১০। লখনউয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার অপরাজিত ২৬ রানের ইনিংস খেলায় সেই পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯০৮-এ। শেষ টি-টোয়েন্টিতে সূর্যের ব্যাট যদি ঝলসে ওঠে তবে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলবেন তিনি।

২০২০ সালে ইংলিশ ব্যাটার ডেভিড মালান ৯১৫ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন। যা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রেটিং-এর নিরিখে সর্বকালীন রেকর্ড। সূর্যকুমার দাঁড়িয়ে আছেন নতুন রেকর্ডের দোরগোড়ায়। আপাতত তিনি সর্বোচ্চ রেটিং পয়েন্টের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন।

গত বছরের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয়টি ম্যাচে মোট ২৩৯ রান করে তিনি শীর্ষ র‌্যাঙ্কিং দখল করেন। গত মাসেই আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হন সূর্যকুমার।

আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ব়্যাঙ্কিং তালিকায় ব্যাটার, বোলার ও অল-রাউন্ডারদের প্রথম দশে বিস্তর কিছু রদবদল হয়নি। শুধু ব্যাটারদের তালিকায় ফিঞ্চ উঠে এসেছেন ৮ নম্বরে। ফিলিপস নেমে গিয়েছেন ৯-এ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-২০ ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি রয়েছেন ১৪ নম্বরে, লোকেশ রাহুল রয়েছেন ২৫ নম্বরে, রোহিত শর্মা রয়েছেন ২৮ নম্বরে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in