

দেশের জার্সিতে টেস্ট ক্রিকেটে প্রথম শরতরান করলেন সরফরাজ খান। এই সরফরাজই একটা সময় বিসিসিআই-র ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে অক্সিজেন যোগাচ্ছে সরফরাজ-ঋষভ জুটি। যদিও বৃষ্টির কারণে ম্যাচ এখন বন্ধ রয়েছে (প্রতিবেদন লেখার সময়)।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ০ রানে ফিরেছিলেন সরফরাজ খান। দ্বিতীয় ইনিংসে বুঝিয়ে দিলেন ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য তাঁর লড়াই বৃথা নয়। প্রথমে কোহলির সাথে জুটি বেঁধে ১৩৬ রানের পার্টনারশিপ গড়েন। চতুর্থ দিনের শুরু থেকে ঋষভের সাথে ১০০-র বেশি রানের পার্টনারশিপ করেছেন তিনি। বৃষ্টির কারণে বর্তমানে খেলা বন্ধ রয়েছে।
টেস্ট ক্রিকেটে এটাই সরফরাজের প্রথম শতরান। ১৫৪ বলে ১২৫ রান করে অপরাজিত রয়েছেন তিনি। অন্যদিকে ৫৬ বলে ৫৩ রান করে অপরাজিত আছেন ঋষভ পন্থ।
ভারতীয় দলে তাঁর জায়গা না হওয়া নিয়ে একাধিকবার নির্বাচকদের নিশানা করেছিলেন তিনি। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সুনীল গাভাসকরের মতো প্রাক্তন তারকারা। তিনি বলেছিলেন, একজন ক্রিকেটার যখন সেঞ্চুরি করে আবার খেলতে নামছেন তখনই বুঝতে হবে সে খেলার জন্য ফিট। সরফরাজও তাই। তিনি বসে থাকছেন না। সেঞ্চুরির পর আবার মাঠে নামছেন। এবার আপনি যদি 'স্লিম এবং ট্রিম' ছেলেদের খোঁজেন তাহলে ফ্যাশন শো-তে যান।
সরফরাজ খান বলেছিলেন, "আমি যেখানেই যাই সেখানেই আমার শুনতে হয় যে আমি শীঘ্রই ভারতীয় দলের হয়ে খেলব। কিন্তু, একটানা রান করা সত্ত্বেও, প্রতিবারই টিম ইন্ডিয়া নির্বাচনের সময় আমার নাম সেই তালিকায় দেখতে পাই না, যা দেখার পরে হতাশ হয়ে যাই।"
ভারতীয় নির্বাচকদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন সরফরাজের বাবা নওশাদ খানও। যদিও তিনি জানিয়েছিলেন, তাঁর বিশ্বাস একদিন ছেলে ঠিক ভারতীয় দলে সুযোগ পাবে এবং সেঞ্চুরি করবে। সেই কীর্তি গড়লেন সরফরাজ।
প্রতিবেদন লেখা সময় ভারত ৩ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে। নিউজিল্যান্ডের থেকে ১২ রানে পিছিয়ে রয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি। সকলেই এখন বৃষ্টি থামার অপেক্ষায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন