IND VS NZ: হার্দিকের 'বিতর্কিত' আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব স্ত্রী নাতাশা

হার্দিকের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'সেখানে ব্যাটের সাথে কোনো সম্পর্ক নেই, বোল্ড আউটও হয়নি তাহলে কী করে এটা আউট?'
বিতর্কিত সেই আউট
বিতর্কিত সেই আউটছবি - সংগৃহীত
Published on

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ওয়ান ডে জিতলেও হার্দিক পাণ্ডিয়ার আউট নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজনদের একাংশ আম্পায়ারের 'ভুল' সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। সেই বিতর্কে এবার অংশ নিলেন ভারতের তারকা অলরাউন্ডারের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হার্দিকের আউট হয়ে যাওয়ার ছবিটি দিয়ে আম্পায়ারের উদ্দেশ্যে প্রশ্ন করেন নাতাশা। তিনি লেখেন, 'সেখানে ব্যাটের সাথে কোনো সম্পর্ক নেই, বোল্ড আউটও হয়নি। তাহলে কী করে এটা আউট?' শুধু নাতাশাই নন, সোশ্যাল মিডিয়ায় হার্দিকের অগণিত সমর্থকও তৃতীয় আম্পায়ারের ওপর ক্ষোভ উগরে দেন।

কেউ কটাক্ষ করে লেখেন, 'আম্পায়ারের চোখে সমস্যা হয়েছে। সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে এটা আউট নয়। নিউজিল্যান্ডের উইকেট রক্ষকের গ্লাভস লেগে বেল পড়েছে।' আবার কেউ লেখেন, 'খুবই খারাপ আম্পায়ারিং, একদম ভুল সিদ্ধান্ত। উইকেট কিপারের গ্লাভসে লেগেছে বলেই বেল সামনে পড়েছে। বল লাগলে পেছনের দিকে পড়ত।'

উল্লেখ্য, বুধবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ম্যাচের ৪০তম ওভারে বিতর্কিত আউট হন হার্দিক পাণ্ডিয়া। ড্যারিল মিচেলের বল জমা পড়ে উইকেট কিপারের হাতে। সাথে সাথে বেলও আলো জ্বলে মাটিতে পড়ে যায়। তৃতীয় আম্পায়ার একাধিকবার যাচাই করেন আউট কিনা। ক্যামেরাতে দেখা যায় টম ল্যাথামের গ্লাভস উইকেটে লেগেছে।

রিভিউ দেখে কিউই বোলারও ভেবেছিলেন আউট হননি হার্দিক। কিন্তু থার্ড আম্পায়ার কে অনন্তনারায়ণ আউট দিয়ে দেন। মাঠে উপস্থিত সকল দর্শকও অবাক হয়ে যান। নিজের ব্যাটের ওপরই ক্ষোভ উগরে দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ভারতীয় অলরাউন্ডারকে।

বিতর্কিত সেই আউট
IND VS NZ: নিজামের শহরে গিলের দ্বিশতরান! একাধিক রেকর্ড গড়লেন ভারতের তরুণ তারকা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in