IND vs ENG: টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম ১৫০ উইকেটের মালিক জসপ্রীত বুমরাহ!
টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেটের মালিক হলেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে কার্যত একা হাতেই শেষ করে দিলেন ভারতের এই তারকা পেসার। দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ১৭১ রানে।
প্রথম ইনিংসে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন যশস্বী। তিনি করেন ২০৯ রান। পরে বল হাতে শুরু হয় বুমরাহ ম্যাজিক। একাই নেন ৬ উইকেট। তাঁর বলে আউট হয়ে ফেরেন, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলে এবং জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে ১৫০টি উইকেট নেওয়ার জন্য বুমরাহর দরকার ছিল ৪টি উইকেট। তা এই ম্যাচেই পূরণ হয়ে যায়। বর্তমানে বুমরাহ-র টেস্ট উইকেটের সংখ্যা ১৫২টি।
ভারতীয়দের মধ্যে দ্রুততম ১৫০টি উইকেটের মালিক হলেন বুমরাহ। এর আগে এই রেকর্ড ছিল উমেশ যাদবের। তিনি ৭৬৬১ বলে ১৫০টি উইকেট নিয়েছিলেন। বুমরাহর দরকার পড়েছে ৬৭৮১টি বল।
দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫৩ রানে। বুমরাহ ছাড়া ভারতের হয়ে উইকেট নেন কুলদীপ যাদব (৩টি) এবং অক্ষর প্যাটেল (১টি)।
শনিবারই দ্বিতীয় ইনিংস শুরু হয় ভারতের। ৫ ওভার বল করেছে ইংল্যান্ড। ২৮ রান সংগ্রহ করতে পেরেছে ভারত। ১৫ রানে অপরাজিত রয়েছেন যশস্বী এবং ১৩ রানে অপরাজিত আছেন রোহিত শর্মা। দিন শেষে ১৭১ রানের লিড রয়েছে ভারতের।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

