

যশস্বী জয়সওয়ালের অনবদ্য ইনিংসের সুবাদে ৩৯৬ রানে শেষ হয়েছে ভারতের ইনিংস। পাশাপাশি টেস্ট ক্রিকেটে নিজের প্রথম দ্বি-শতরান করলেন ভারতের এই তরুণ ব্যাটার। এখনও পর্যন্ত এটিই তাঁর সর্বোচ্চ টেস্ট রান।
২০১১ সাল থেকে ভারতের হয়ে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ রান করা ব্যাটার হলেন যশস্বী। প্রথম দিন তাঁর ইনিংস শেষ হয়েছিল ১৭৯ রানে। ভারতের রান ছিল ৩৩৬ রান এবং ৬ উইকেট। দ্বিতীয় দিনের শুরুতেই আউট হয়ে যান অশ্বিন। যশস্বী জয়সওয়ালের ইনিংস শেষ হয় ২০৯ রানে। এই ইনিংসে যশস্বী ১৯টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি মেরেছেন।
শুক্রবার ম্যাচ শেষে যশস্বী বলেন, 'আমার লক্ষ্য ছিল প্রতিটা সেশন ধরে ধরে রান করা। আমি সেটাই করছিলাম। চেষ্টা করছিলাম দলের হয়ে যত বেশি রান করা যায়। সকালের দিকে পিচটা একটু ভেজা ভেজা চিল। পরে ব্যাটে বল আসছিল সাথে বাউন্সও ছিল। রাহুল স্যার এবং অধিনায়ক রোহিত শর্মা সব সময় আমাকে আত্মবিশ্বাস দিয়ে গেছেন। সেটা বাড়তি কাজ করেছে'।
ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির এবং রেহান আহমেদ। ১টি উইকেট নেন টম হার্টলে।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ভালো করে শুরু করলেও ৫০ রানে প্রথম উইকেট নেন কুলদীপ যাদব। তাঁর বলে ২১ রানে আউট হয়ে ফেরেন বেন ডাকেট। আক্রমণাত্মক খেলতে থাকা জ্যাক ক্রাউলেকে ৭৬ রানে আউট করেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের তৃতীয় উইকেট নেন জসপ্রীত বুমরাহ। তাঁর শিকার হন জো রুট (৫)। নিজের দ্বিতীয় এবং ইংল্যান্ডের চতুর্থ উইকেটও নেন বুমরাহ। ক্লিন বোল্ড হন ওলি পোপ। প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছেন বেন স্টোকস এবং জনি বেয়ারস্টো (১০)। ইংল্যান্ডের মোট রান ৪ উইকেটের বিনিময়ে ১৩৬।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন