

অশ্বিন ম্যাজিকে এক ইনিংস বাকি থাকতেই ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চম টেস্ট জিতলো ভারত। ফলে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারতে হলো ইংল্যান্ডকে।
৩-১ ব্যবধানে আগেই টেস্ট সিরিজ জিতেছিল ভারত। ধর্মশালায় নিয়মরক্ষার ম্যাচে নেমেছিল ভারত। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। প্রথমে ইনিংসে ২১৮ রান করে থেমে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৭৭ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানেই শেষ হয় ইংল্যান্ডের দৌড়। ১ ইনিংস এবং ৬৪ রানে জয় পেয়েছে ভারত।
অশ্বিনের ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের বাজবল। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। ভারতীয় হিসেবে সবথেকে বেশি ৫ উইকেট নিলেন অশ্বিন। ধর্মশালা টেস্টে ৩৬তম ফাইফারের মালিক হলেন তারকা স্পিনার। প্রথমে আছেন মুথাইয়া মুরলীধরন। তিনি নিয়েছিলেন ৬৭টি ফাইফার। ১০০তম টেস্ট ম্যাচে সবথেকে ভালো বোলিং ফিগারও অশ্বিনের দখলে গেছে। তিনি ১২৮ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন। এর আগে ছিলেন মুথাইয়া মুরলিধরন। তিনি ১০০তম টেস্ট ম্যাচে ১৪১ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন।
ম্যাচ শেষে অশ্বিন বলেন, "কী অনুভূতি হচ্ছে বলে বোঝাতে পারবো না। পিচে বল ভালো ঘুরছিল। সকলেই ভালো পারফর্ম্যান্স করেছে। মোট ৯ উইকেট নিয়ে খুবই ভালো লাগছে। ম্যাচ জেতার জন্য সকলকে অভিনন্দন"।
অন্যদিকে, চারবার টেস্ট সিরিজে পিছিয়ে পড়ার পরেও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৭ সালে হোম সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। সেই সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েছিল ভারত। সেই সিরিজও চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২১ সালে টেস্ট সিরিজে ইংল্যান্ড প্রথম ম্যাচ জিতেছিল। সেই সিরিজ ৩-১ ব্যবধানে জেতে ভারত। তারপর এই সিরিজেও পিছিয়ে পরে ৪-১ ব্যধানে জয় পায় টিম ইন্ডিয়া।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন