Kolkata Derby: ডার্বি টিকিটের দামে বৈষম্য চলবে না, জানিয়ে দিল আদালত

People's Reporter: বিচারক শান্তনু ঝা নির্দেশ দেন, টিকিট বিক্রিতে কোনো বৈষম্য মানা হবে না। দুই ক্লাবের সমর্থকদের জন্য সমমূল্যের টিকিট বণ্টন করতে হবে।
Kolkata Derby: ডার্বি টিকিটের দামে বৈষম্য চলবে না, জানিয়ে দিল আদালত
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ডার্বির টিকিটের দামের বৈষম্যর জল গড়ালো আদালতে। নগর দেওয়ানি আদালতে এই নিয়ে মামলা করেন পাঁচ জন মোহনবাগান সদস্য-সমর্থক।

বিচারক শান্তনু ঝা নির্দেশ দেন, টিকিট বিক্রিতে কোনো বৈষম্য মানা হবে না। দুই ক্লাবের সমর্থকদের জন্য সমমূল্যের টিকিট বণ্টন করতে হবে। একই খেলায় দুই দলের সমর্থক একই টিকিটের ভিন্ন ভিন্ন দাম দেবে এটা হতে পারে না।

টিকিটের মূল্যে বৈষম্য দেখে টিকিট বয়কটের ঘোষণা করে মোহনবাগান। তার পরেই অনলাইনে ডার্বির টিকিট বিক্রিও বন্ধ করে দেয় টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থা।

যদিও ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'টিকিট নিয়ে এই বৈষম্য ঠিক হয়নি। আমি ইনভেস্টরের সঙ্গে কথা বলেছি পরেরবার থেকে এই জিনিস হবে না আর।'

এই ঘটনার নিন্দা করে ডার্বি বয়কট করেছেন মোহনবাগান কর্তারা। সচিব দেবাশিস দত্ত বলেন, 'এটা আমার ভাবনার বাইরে। আমাদের হোম ম্যাচের সময় ওদেরই কর্তারা বলেছিলেন, আমরা নাকি সাধারণের কথা ভেবে টিকিটের দাম ঠিক করিনি। এই ম্যাচে এত তারতম্য কেন'।

Kolkata Derby: ডার্বি টিকিটের দামে বৈষম্য চলবে না, জানিয়ে দিল আদালত
ডার্বি টিকিট বিক্রিতে না মোহনবাগানের! ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ বাগান সচিবের
Kolkata Derby: ডার্বি টিকিটের দামে বৈষম্য চলবে না, জানিয়ে দিল আদালত
ISL 2023-24: গোয়া ম্যাচে হার - ডার্বিতে প্রভাব পড়বে না বলে জানালেন কুয়াদ্রাত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in