IND VS BAN: ১৪৪৪ দিন পর শতরানের দেখা পেলেন চেতেশ্বর পূজারা

পূজারার শতরানের সাথে সাথেই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন লোকেশ রাহুল। বাংলাদেশের সামনে টেস্ট জয়ের জন্য ৫১৩ রানের বড় লক্ষ্য রেখেছে টিম ইন্ডিয়া।
চেতেশ্বর পূজারা
চেতেশ্বর পূজারাছবি - ট্যুইটার

প্রথম ইনিংসে দোরগোড়ায় এসেও শতরান হাতছাড়া করেছিলেন চেতেশ্বর পূজারা। তবে দ্বিতীয় ইনিংসে কোনোরকম ভুল করলেন না। ১৪৪৪ দিন এবং ৫২ ইনিংস অপেক্ষার পর ফের টেস্ট ক্রিকেটে শতরানের দেখা পেলেন পূজারা। ১৩০ বল খেলে এদিন টেস্ট কেরিয়ারের ১৯ তম শতরানটি করলেন তিনি। পূজারার পাশাপাশি এদিন টেস্টে নিজের প্রথম শতরানের দেখা পেয়েছেন শুবমন গিল। পূজারার শতরানের সাথে সাথেই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন লোকেশ রাহুল। বাংলাদেশের সামনে টেস্ট জয়ের জন্য ৫১৩ রানের বড় লক্ষ্য রেখেছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ কোনো উইকেট না খুইয়ে ৪২ রান সংগ্রহ করেছে।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া সংগ্রহ করে ৪০৪ রান। টপ অর্ডারের ব্যর্থতা সত্বেও পূজারা-শ্রেয়সের হাত ধরে ঘুরে দাঁড়ায় রাহুল বাহিনী। পূজারা করেন ৯০ রান, আর শ্রেয়স আইয়ার ৮৬ রান। এছাড়াও রবিচন্দ্রন অশ্বিন(৫৮) এবং কুলদীপ যাদব(৪০) মূল্যবান ইনিংস খেলেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২৮ রান করেন মুশফিকুর রহিম। লিটন দাস করেন ২৪ রান এবং মিরাজ করেন ২৫ রান। অন্য কোনো ব্যাটার ২০- রানের গন্ডি অতিক্রম করতে পারেননি। ১৬ ওভারে মাত্র ৪০ রান খরচ করে একাই বাংলাদেশের ব্যাটারদের ধ্বংস করেছেন কুলদীপ যাদব। ভারতের 'চায়নাম্যান' স্পিনার প্রথম ইনিংসে নিয়েছেন ৫ টি উইকেট।

প্রথম ইনিংসে ৩৫৪ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেই ইনিংস ডিক্লেয়ার দেন। চেতেশ্বর পূজারা তুলে নেন তাঁর ১৯ তম সেঞ্চুরি। এই টেস্ট জয়ের জন্য এখন বাংলাদেশকে আরও ৪৭১ রান সংগ্রহ করতে হবে। তৃতীয় দিনের খেলা শেষে কোনো উইকেট খোয়াতে হয়নি লিটনদের।

চেতেশ্বর পূজারা
অশ্বিনের অলরাউন্ড প্রদর্শনে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in