বল হাতে প্রথম ইনিংসে পাঁচ উইকেট। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান। অশ্বিনের অলরাউন্ড প্রদর্শনে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া ভারতীয় দলকে তুলে ধরেন বিরাট এবং অশ্বিন জুটি। ভারত অধিনায়ক এদিন ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। প্রথম ইনিংসে শূন্য রানে মইনের শিকার হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও বিরাটকে তুলে নিলেন এই ইংল্যান্ড স্পিনার।
তবে চেন্নাইয়ে তৃতীয় দিনে সমস্ত রং কেড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ব্যাটে এলো দুরন্ত শতরান। ১৪৬ বলে ১০৬ রান করে টেস্ট কেরিয়ারের পঞ্চম শতরান করলেন এই ভারতীয় অলরাউন্ডার। শাকিব-আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে পাঁচ উইকেট এবং শতরানের বিরল নজির গড়লেন তিনি।
তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৮৬ রানে। ইংল্যান্ডকে টেস্ট জয়ের জন্য ৪৮২ রানের টার্গেট দেয় বিরাটরা। জবাবে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে ব্রিটিশরা। ইংল্যান্ডের এখনও প্রয়োজন ৪২৯ রান। বাইশ গজে আগামীকাল শুরু করবেন ড্যানিয়েল লরেন্স(১৯*) এবং জো রুট (২*)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন