IND vs AUS: আমেদাবাদে দুরন্ত সেঞ্চুরি শুবমান গিলের

১০ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ১৯৪ বলে নিজের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতরান পেলেন শুবমান।
শতরান শুবমান গিলের
শতরান শুবমান গিলেরছবি - BCCI-র ট্যুইটার

বর্ডার গাভাসকার ট্রফিতে দুর্দান্ত সেঞ্চুরি করলেন শুবমান গিল। ১০ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ১৯৪ বলে নিজের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতরান পেলেন শুবমান। আমেদাবাদে অনেক চেষ্টা করেও অস্ট্রেলিয়াকে কম রানে বাঁধতে পারেনি টিম ইন্ডিয়া। তবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানের জবাবে দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়াও।

দ্বিতীয় দিনের খেলা শেষে শুবমান ১৮ রানে এবং রোহিত ১৭ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে এই জুটি ৭৪ রানের পার্টনারশিপ গড়েন। রোহিত ৫৮ বলে ৩৫ রান করে কুনম্যানের শিকার হয়ে ফিরে যান।

রোহিত ফিরে যাওয়ার পর চেতেশ্বর পূজারার সাথে জুটি বাঁধে শুবমান। পূজারা এবং গিল ২৪৮ বলে ১১৩ রানের পার্টনারশিপ গড়েন। ৬২ তম ওভারের দ্বিতীয় বলে টড মার্ফিকে বাউন্ডারি মেরে তিন অঙ্কের স্কোরে পৌঁছান শুবমন। আর এই ওভারের শেষ বলেই, এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পূজারা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। পূজারা তিনটি বাউন্ডারির মাধ্যমে ১২১ বলে ৪২ রান করেন।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ১৮৮ রান। পূজারা আউট হয়ে যাওয়ার পর নেমেছেন বিরাট কোহলি। চা পানের বিরতিতে যাওয়ার আগে বিরাট ৪ বল খেললেও এখনও রানের খাতা খুলতে পারেননি। ১৯৭ বলে ১০৩* রানে ব্যাট করছেন শুবমান।

শতরান শুবমান গিলের
FC Barcelona: রেফারি কেনার অভিযোগ, বড় শাস্তির মুখে বার্সেলোনা!
শতরান শুবমান গিলের
IND vs AUS: আমেদাবাদ টেস্টে নয়া নজির অশ্বিনের, টপকালেন কিংবদন্তি অনিল কুম্বলেকে!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in