FC Barcelona: রেফারি কেনার অভিযোগ, বড় শাস্তির মুখে বার্সেলোনা!

অভিযোগ সত্যি প্রমাণিত হলে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অভিযুক্তদের। চলতি সপ্তাহেই, বর্তমান বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা জোর দিয়েছিলেন যে তার ক্লাব কখনই "রেফারি কেনেনি"।
শাস্তির মুখে বার্সেলোনা!
শাস্তির মুখে বার্সেলোনা!ছবি - বি/আর ফুটবলের ট্যুইটার

'রেফারি কেনা'-র মতো বড় দুর্নীতির অভিযোগ উঠলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে। শুক্রবার স্প্যানিশ প্রসিকিউটররা রেফারি কমিটির প্রাক্তন ভাইস-প্রেসিডেন্টকে ক্লাবের তরফ থেকে অর্থ প্রদানের জন্য দুর্নীতির অভিযোগ এনেছে।

১৯৯৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রাক্তন রেফারি এবং প্রাক্তন রেফারি কমিটির সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে মোট ৭.৩ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ প্রদানের অভিযোগ উঠেছে কাতালান ক্লাবটির বিরুদ্ধে। অভিযুক্ত হয়েছেন বার্সেলোনার দুই প্রাক্তন সভাপতি সান্দ্রো রোসেল ও জোসেপ মারিয়া বার্তোমেউ এবং এনরিকেজ নেগ্রেইরা। এই তিন জনের বিরুদ্ধে 'দুর্নীতি’, 'বিশ্বাস ভঙ্গ' ও 'ভুয়া ব্যবসায়িক রেকর্ড' রাখার অভিযোগ আনা হয়েছে।

গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জানা যায়, জোসেফ মারিয়া বার্তেমেউ সভাপতি থাকাকালীন পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি জোসে নেগ্রেরিয়াকে ১.৪ মিলিয়ন ইউরো প্রদান করেছে তারা। ২০১৬-১৮ সাল পর্যন্ত তিন বছর ধরে এ অর্থ প্রদান করা হয়। বার্সা তাৎক্ষণিকভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছিল। অর্থ দেওয়ার কথা স্বীকার করে নিলেও সেটি দ্বারা ম্যাচের ফল প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না বলে জানায় বার্সা। তবে প্রসিকিউটর অফিস তা বিশ্বাস করেনি।

এই সপ্তাহেই, বর্তমান বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা জোর দিয়েছিলেন যে তার ক্লাব কখনই "রেফারি কেনেনি"। মঙ্গলবার লাপোর্তা বলেছেন, "এটা পরিষ্কার করে দেওয়া যাক বার্সা কখনই রেফারি কিনেনি এবং বার্সার কখনই রেফারি কেনার ইচ্ছা ছিল না, একেবারেই না।"

প্রসিকিউটর অফিসের প্রতিবেদনে বলা হয়েছে যে, কাতালান ক্লাবটি ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে এনরিকেজ নেগ্রেইরার ফার্ম ডাসনিল-৯৫ - কে ৬.৫ মিলিয়ন ইউরো প্রদান করেছে। এই বছরের মধ্যে ডাসনিল-৯৫ বার্সেলোনা থেকে অর্থ পেয়েছে বলেও জানা গিয়েছে।

বার্সেলোনা জানিয়েছে, রেফারি সংক্রান্ত বিষয়ে ক্লাবকে পরামর্শ দেওয়ার জন্য ডাসনিল-৯৫ কে-টাকা দেওয়া হয়েছিল। তবে প্রসিকিউটররা সন্দেহ করছেন যে এই অর্থের দ্বারা গেমের কর্মকর্তাদের দুর্নীতিতে ব্যবহার করা হয়েছে।

লিগা সভাপতি জাভিয়ের তেবাস জানিয়েছেন, "ক্রীড়া পর্যায়ে, বার্সেলোনা তাৎক্ষণিক কোনো বিপদের সম্মুখীন হবে না। কারণ স্প্যানিশ, ইউরোপীয় এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলির পাঁচ বছরের সীমাবদ্ধতা রয়েছে।" তবে অভিযোগ সত্যি প্রমাণিত হলে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অভিযুক্তদের।

শাস্তির মুখে বার্সেলোনা!
IND vs AUS: আমেদাবাদ টেস্টে নয়া নজির অশ্বিনের, টপকালেন কিংবদন্তি অনিল কুম্বলেকে!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in