IND vs AUS: অধিনায়কোচিত শতরান, ভারতকে একাই এগিয়ে নিয়ে চলেছেন রোহিত শর্মা

টেস্ট কেরিয়ারের নবম শতরানটি পেয়ে গেলেন ভারত অধিনায়ক। ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করলেন হিটম্যান।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - আইসিসির ট্যুইটার হ্যান্ডেল

অধিনায়কোচিত ইনিংস খেলে ভারতকে কার্যত একাই এগিয়ে নিয়ে চলেছেন রোহিত শর্মা। নাগপুর টেস্টের দ্বিতীয় দিনে পূজারা-বিরাট-সূর্যকুমাররা হতাশ করলেও রোহিতের ব্যাটে এল শতরান। টেস্ট কেরিয়ারের নবম শতরানটি পেয়ে গেলেন ভারত অধিনায়ক। ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করলেন হিটম্যান।

বর্ডার-গাভাসকার ট্রফির উদ্বোধনী টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানেই বেঁধে ফেলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার অর্ধশতরানের সৌজন্যে ভালো জায়গায় থেকেই দিন শেষ হয় ভারতের। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছিল ইন্ডিয়া। ৫৬ রানে অপরাজিত ছিলেন রোহিত।

দ্বিতীয় দিন শুরুটা ভালো করলেও টড মুরফির ঘূর্ণিতে দ্রুত ভেঙে পড়ে ভারতের মিডিল অর্ডার। ৪০.১ ওভারে টড মার্ফির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬২ বলে ২৩ রান করে ফিরে যান। ১১৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ভারতের নির্ভরযোগ্য ব্যাটার চেতেশ্বর পূজারা মাত্র ৭ রান করেই ফিরে যান। পূজারাকেও ফেরান মুরফি। ৩ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে মধ্যাহ্নভোজনের বিরতিতে যায় ভারত। এই বিরতি থেকে ফিরেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ব্যক্তিগত ১২ রান করে বিরাটও শিকার হন মুরফির। এরপর ন্যাথন লিয়ঁর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব (৮)।

একে একে মিডল অর্ডারে ধস নামলেও বাইশ গজে দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মা। প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৭ রানে ব্যাট করছেন তিনি। সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৩৩*)। ভারতের স্কোর ৭৮ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২২৪ রান।

রোহিত শর্মা
IND vs AUS: দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৪৫০ উইকেট! ক্যারিকে ফিরিয়ে একাধিক রেকর্ড অশ্বিনের
রোহিত শর্মা
Cristiano Ronaldo: আল ওয়েদার বিপক্ষে ৪ গোল! ক্লাব কেরিয়ারে ৫০০ গোলের মাইলফলক রোনাল্ডোর!

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in