IND vs AUS: সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন রোহিত, ইন্দোরে হারের দায় চাপালেন জাদেজার ঘাড়ে!

রোহিত বলেন, "সব দোষ জাড্ডুর। ও ভাবে সব বলেই আউট হবে। রিভিউ ওভাবে নষ্ট না করলে হয়তো খেলার ফল অন্য হতো।"
সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা
সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাছবি - সাহিল মালহোত্রার ট্যুইটার

ইন্দোর টেস্টে হার কিছুতেই মাথা থেকে নামছে না ভারত অধিনায়ক রোহিত শর্মার। আমেদাবাদ টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে তা ছিল স্পষ্ট। কথা বলতে গিয়ে মেজাজ হারিয়ে ফেললেন রোহিত। পাশাপাশি, হারের দায় চাপালেন জাদেজার ঘাড়েও।

ডিআরএস নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে ফেলেন রোহিত। ভারত অধিনায়ক জানান, সব দোষ জাদেজারই। তিনি বলেন, "সব দোষ জাড্ডুর। ও ভাবে সব বলেই আউট হবে। রিভিউ ওভাবে নষ্ট না করলে হয়তো খেলার ফল অন্য হতো।"

ইন্দোরে দ্বিতীয় ইনিংসে জাদেজার কারণে তিনবার রিভিউ নেয় রোহিত। তিনবারই নষ্ট হয়। যে কারণে বেশ বিরক্ত দেখায় রোহিতকে। তবে আমেদাবাদে একই ভুল যাতে না হয়, তার দিকে নজর দেবেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।

রিভিউ নষ্টের জন্য রোহিত অবশ্য উইকেটকিপার শ্রীকর ভরতকে ততটা দোষারোপ করেননি। যদিও বোলারের পাশাপাশি উইকেটরক্ষকের বড় ভূমিকা থাকে রিভিউ নেওয়ার সময়। রোহিত জানান, "ভরতের কাছে ডিআরএস সম্পূর্ণ নতুন। ও দেশের হয়ে বেশি টেস্ট খেলেনি। রঞ্জি কিংবা এ দলের হয়ে খেলার সময় ডিআরএস থাকেনা।"

আগামীকাল বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট। আমেদাবাদে এই টেস্ট ড্র করলেও ভারত সিরিজ জিতে নেবে। তবে ভারতের লক্ষ্য থাকবে জয় তুলে নেওয়ারই। তার কারণ ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে জায়গা করে নেওয়া। আমেদাবাদ টেস্ট না জিততে পারলে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলার ভাগ্য ঝুলে থাকবে।

সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা
IND vs AUS: "শাস্ত্রী 'বহিরাগত', ওর 'রাবিশ' কথায় পাত্তা দিইনা" - রোহিত শর্মা

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in