বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর ব্যাট হাতেও ভালো শুরু টিম ইন্ডিয়া। নাগপুর টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে রোহিত শর্মারাই। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের স্পিন জাদুতে নাস্তানাবুদ হয়ে ব্যাগি গ্রিনরা মাত্র ১৭৭ রানেই অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে এক উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে ফেলেছে টিম ইন্ডিয়া।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র দু'রানের মধ্যেই জোড়া উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দুই ওপেনার উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নার ফেরেন ব্যক্তিগত ১ রান করে। খোয়াজাকে ফেরান মহম্মদ সিরাজ এবং ওয়ার্নারের স্টাম্প ছিটকে দেন মহম্মদ শামি। মধ্যাহ্নভোজনের বিরতির সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭৬ রানে ২ উইকেট। ম্যাচের হাল ধরার চেষ্টা করেছিলেন মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথ।
মধ্যাহ্নভোজনের বিরতির পর অস্ট্রেলিয়াকে আর দাঁড়াতে দেয়নি ভারতের স্পিন জুটি জাদেজা-অশ্বিন। চোট সারিয়ে ফিরে আসা জাদেজা মার্নাস লাবুশানে (৪৯), ম্যাট রেনশ (০), স্টিভ স্মিথকে (৩৭) ফিরিয়ে অস্ট্রেলিয়া শিবিরকে কোণঠাসা করে দেন। অ্যালেক্স ক্যারি এবং পিটার হ্যান্ডসকম্ব পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও ক্যারি ৩৬ রান করে অশ্বিনের শিকার হন। এরপর অজি অধিনায়ককে ৬ রানে আউট করেন অশ্বিন। এরপর টড মারফিও খাতা না খুলেই জাদেজার চতুর্থ শিকার হন। চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৪ রানে ৮ উইকেট।
চা পানের বিরতি থেকে ফিরেই অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়।৩১ রানে জাদেজার পঞ্চম শিকার হন হ্যান্ডসকম্ব ও ১ রান করে অশ্বিনের বলে আউট হন বোল্যান্ড।
অস্ট্রেলিয়াকে অল আউট করে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। ২০ রান করে টড মুরফির প্রথম আন্তর্জাতিক উইকেটে পরিণত হয়ে রাহুল ফিরলেও বাইশ গজে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন রোহিত। তিনি অপরাজিত রয়েছেন ৫৬ রানে। তাঁর সাথে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (০*)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন