IND vs AUS: ধর্মশালায় তৃতীয় টেস্ট নিয়ে সংশয়, বদলে যেতে পারে ভেন্যু

বিসিসিআই-এর তরফ থেকে অফিসিয়ালি এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ না করা হলেও আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
BCCI
BCCIছবি - সংগৃহীত

চার ম্যাচের বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্টের আজ তৃতীয় দিন। নাগপুরে চলছে প্রথম ম্যাচ। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে দিল্লিতে। তৃতীয় ম্যাচ ধর্মশালাতে এবং চতুর্থ তথা শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আমেদাবাদে। তবে ধর্মশালায় তৃতীয় টেস্ট আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। জানা গিয়েছে ধর্মশালা থেকে তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনও করা হতে পারে। বিসিসিআই-এর তরফ থেকে অফিসিয়ালি এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ না করা হলেও আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। এখন প্রশ্ন হচ্ছে, কি কারণে ধর্মশালায় ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে? আসুন যেনে নেওয়া যাক।

ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজে পিচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে নাগপুর টেস্টের আগে থেকেই। তবে ধর্মশালার পিচ নিয়ে এখনও কোনও অভিযোগ আসেনি। সমস্যাটা অন্য জায়গায়। গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে সেখানে। যে কারণে মাঠের জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে এখনও। পিচ ঢাকা থাকলেও মাঠের এমন বেহাল দশা, যে খেলা সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে।

তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ। হাতে প্রায় ১৮ দিন সময় রয়েছে। হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা দ্রুত মাঠ পরিচর্যার ব্যবস্থা নিচ্ছে। তবে এই সময়ের মধ্যে মাঠ খেলার উপযোগী করা খুব চ্যালেঞ্জিং বলেই মনে করা হচ্ছে। তার ওপর আবার যদি বৃষ্টি নামে, তখন কিছু করারই থাকবে না।

বিসিসিআইয়ের সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই ধর্মশালার বিকল্প ভেন্যু ও ভাবা হয়ে গিয়েছে বিসিসিআইয়ের। ধর্মশালাতে যদি একান্তই খেলা না হয় তখন ঘোষণা করা হবে বিকল্প ভেন্যুর নাম। বোর্ডের তরফে বিশেষজ্ঞদের একটি দল আসবে ধর্মশালাতে। সমস্ত কিছু ঘুরে দেখবে তাঁরা। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র মারফত খবর বিকল্প ভেন্যু হিসেবে বিশাখাপত্তনম, রাজকোট, পুনে এবং ইন্দোরের কথা ভাবা হয়েছে।

BCCI
FIFA World Cup: শতবর্ষের বিশ্বকাপের আয়োজক হতে ইচ্ছুক উরুগুয়ে, পাশে প্যারাগুয়ে, চিলি, আর্জেন্টিনা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in