IND vs AUS: প্রথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া, ৪৭ রানে এগিয়ে স্মিথ বাহিনী

প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান। ক্যামেরন গ্রিন ৬ রানে ও পিটার হ্যান্ডসকম্ব ৭ রানে অপরাজিত রয়েছেন।
প্রথম দিনের শেষে এগিয়ে অস্ট্রেলিয়া
প্রথম দিনের শেষে এগিয়ে অস্ট্রেলিয়াছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল

ইন্দোরে প্রথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। মাত্র ১০৯ রানেই ভারতকে অল আউট করার পর ব্যাট হাতেও অনেকটা এগিয়ে গেল স্মিথ বাহিনী। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫৬ রান। ৪৭ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডকে (৯) হারায়। তবে এরপর উসমান খোয়াজা এবং মার্নাস লাবুশানে দুর্দান্ত এক পার্টনারশিপ গড়েন। ১০৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় অজিরা। ৯১ বলে ৩১ রান করে জাদেজার শিকার হন লাবুশানে।

প্রথম দিনের শেষে এগিয়ে অস্ট্রেলিয়া
Women's T20 World Cup: ২০২৪ সালে আসর বসছে বাংলাদেশে, সরাসরি যোগ্যতা অর্জন করলো কোন ৮ দল?

৩৬তম ওভারে ভারতের প্রথম ইনিংসে স্কোর ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। লাবুশানে ফিরে যাওয়ার পর লড়াই চালিয়ে গিয়েছিলেন খোয়াজা। ৪৩ তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে গিলের হাতে ধরা পড়েন তিনি। ফিরে যাওয়ার আগে দলের স্কোর বোর্ডে তিনি যোগ করে যান ১৪৭ বলে ৬০ রান।

ভারতের হয়ে এদিন চারটি উইকেটই নেন রবীন্দ্র জাদেজা। হেড, লাবুশানে, খোয়াজার পর তাঁর চতুর্থ শিকার হন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ৩৮ বলে ২৬ রান করেছেন স্মিথ। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান। ক্যামেরন গ্রিন ৬ রানে ও পিটার হ্যান্ডসকম্ব ৭ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম দিনের শেষে এগিয়ে অস্ট্রেলিয়া
টি-২০ তে ১০ রানে অল আউটের বিশ্বরেকর্ড! শূন্য রান সাত ব্যাটারের, মাত্র ২ বলেই জয় প্রতিপক্ষের

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in