

প্রথমে ব্যাট করতে নেমে ১০ রানেই অল আউট আইল অফ ম্যান (Isle of Man)। প্রতিপক্ষ স্পেন (Spain) ১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ জিতে নিলো দু'বলেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড তৈরি হয়েছে এই ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর থেকে কম রানের দলীয় সংগ্রহের নজির নেই। আর ১১৮ বল হাতে রেখে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জয়েরও নজির নেই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন পর্যন্ত সবচেয়ে কম দলীয় সংগ্রহ ছিল তুরস্কের। চেক রিপাবলিকের বিপক্ষে ২০১৯ সালে মাত্র ২১ রানেই অল আউট হয়ে গিয়েছিল তারা। আইল অফ ম্যান এখন এই তালিকায় প্রথম স্থানে। তৃতীয় স্থানে রয়েছে লেসোথো। উগান্ডার বিপক্ষে ২০২১ সালে ২৬ রানেই অল আউট হয়ে গিয়েছিল তারা।
আইল অফ ম্যানের বিপক্ষে দুর্দান্ত নজির গড়েছে স্পেন। টি-টোয়েন্টিতে এত বড় মার্জিনে জয়ের রেকর্ড আর কোনো দল পায়নি। ২০২২ সালে মালির বিপক্ষে ১০৫ বল হাতে রেখে ১০ উইকেটে জয় তুলে নিয়েছিল কেনিয়া। এই মালির বিপক্ষে ওই বছরই ১০৫ বল হাতে রেখে ১০ উইকেটে জয় তুলে নিয়েছিল রোয়ান্ডাও। কেনিয়া এবং রোয়ান্ডা যৌথভাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বড় মার্জিনে জয়ের রেকর্ড ধরে রেখেছিল। এদিন তাদের টপকে গেলো স্পেন।
দ্য আইল অফ ম্যানের হয়ে সর্বোচ্চ স্কোর জোসেফ বারোজের। ৭ বল খেলে ৪ রান করেন তিনি। স্পেনের বোলারদের মধ্যে সেরা আতিফ মেহমুদ। যাঁর বোলিং পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। ৪ ওভারে ২টি মেডেন সহ মাত্র ৬ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন তিনি। তিন উইকেট নিয়েছেন মহম্মদ কামরান, লর্নি বার্নস নিয়েছেন ২ উইকেট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন