Sunil Chhetri: সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করতে চান স্টিমাচ

People's Reporter: স্টিমাচ জানান, সুনীল বড়ো ফুটবলার। ও জানে কোন সময় অবসরের সিদ্ধান্ত নেওয়া উচিত। ওর মনের কথা তো একমাত্র ওরই জানার কথা।
ইগর স্টিমাচ
ইগর স্টিমাচফাইল ছবি - সংগৃহীত

৬ জুন যুবভারতীতে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের কুয়েত ম্যাচের পরে অবসর নেবেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীলের অবসর ঘোষণা নিয়ে ভারতীয় কোচ ইগর স্টিমাচ মুখ খুললেন।

স্টিমাচ ফেডারেশনের মিডিয়ায় জানান, "সুনীল বড়ো ফুটবলার। ও জানে কোন সময় অবসরের সিদ্ধান্ত নেওয়া উচিত। ওর মনের কথা তো একমাত্র ওরই জানার কথা। আমি সম্মান জানাই ওর সিদ্ধান্তকে। আমি চাই, ৬ জুন ওর বিদায়ী ম্যাচকে যেন সব দিক দিয়ে সবার কাছে স্মরণীয় করে রাখতে পারি আমরা"।

স্টিমাচ আরও বলেন, "খেলতে খেলতেই ও কিংবদন্তি হয়ে উঠেছে। এমন কৃতিত্ব ক’জনেরই বা আছে? প্রত্যেকের কাছেই ও প্রেরণা। দেশের জার্সির কাছে সম্পুর্ণ অঙ্গীকারবদ্ধ একজন খেলোয়াড় সুনীল। এখনকার তরুণ ফুটবলারদের ওকে অনুসরণ করা উচিত। আবেগ ও ভালোবাসা নিয়ে দেশের হয়ে মাঠে নামে ও। এতে যে অসীম আনন্দ পায় ও, তা তো নিজেই বলেছে"।

সুনীল ছেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে স্টিমাচ বলেন, "ওর মতো অসাধারণ এক মানুষের সঙ্গে কাজ করে আমি খুবই আনন্দ পেয়েছি। আমাদের মধ্যে কোচ-খেলোয়াড় সম্পর্কের চেয়েও বেশি কিছু ছিল। আমার বিশ্বাস, ফুটবল ছাড়ার পর ও সমাজের ওপর ভালো প্রভাব ফেলার মতো কিছু করবে। সর্বকালের সেরা হওয়ার জন্যই জন্মেছে সুনীল"।

ইগর স্টিমাচ
Sunil Chhetri: সুনীলের শেষ ম্যাচের টিকিটের দাম ঘোষণা! দেখে নিন একনজরে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in