

টানা ব্যর্থতার জের। ভারতের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল ইগর স্টিমাচকে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের কথায় এই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবারে তাতে সিলমোহর পড়ে গেলো।
সোমবার ভার্চুয়াল বৈঠকে বসেছিল এআইএফএফ। সেখানে সহ-সভাপতি এনএ হ্যারিস ছাড়াও কার্যকরী সমিতির সদস্য মেনলা এথেনপা, কার্যকরী সমিতি এবং কম্পিটিশন্স কমিটির চেয়ারপার্সন অনিলকুমার প্রভাকরণ, এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন ছিলেন। সবাই মিলেই স্টিমাচকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। আর ১ বছর চুক্তি থাকলেও তার আগেই ছাঁটাই করা হল এই ক্রোয়েশিয়ান কোচকে।
২০১৯ সালের ১৫ মে ভারতের কোচ হয়েছিলেন স্টিমাচ। এরপর ভারতের ফিফা রাঙ্কিং ক্রমশ পিছিয়ে যায়। এশিয়ান কাপে যেমন ভারত ভালো খেলতে পারেনি তেমন ২০২৬ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বেও দল ব্যর্থ হয়। যদিও ভারতের কোচ হিসেবে ১২ ম্যাচ টানা জয়ের রেকর্ডও রয়েছে স্টিমাচের দখলে।
তবে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে সহজ গ্রুপ পেয়েও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি ভারত। ভারতের গ্রুপে ছিল কাতার, কুয়েত এবং আফগানিস্তান। গ্রুপ পর্যায়ে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল ভারত। দুটি ম্যাচ ড্র এবং বাকি ম্যাচগুলি হারে স্টিমাচের দল। ফলে সবদিক বিবেচনা করে স্টিমাচকে ছাঁটাই করলো এআইএফএফ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন