Iga Swiatek: অ্যাশলে বার্টির অবসর নেওয়ার পরেই টেনিস বিশ্ব পেলো নতুন শীর্ষ তারকা

শুক্রবার রাতে মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফরাসী ওপেন বিজয়ী সুইশ তারকা ভিক্টোরিয়া গলুভিচকে ৬-২, ৬-০ ব্যবধানে স্ট্রেট সেটে হারান সুইয়াটেক।
ইগা সুইয়াটেক
ইগা সুইয়াটেকফাইল চিত্র সংগৃহীত

বুধবার টেনিস বিশ্বকে চমক দিয়ে মাত্র ২৫ বছর বয়সেই অবসর নিয়েছেন অ্যাশলে বার্টি। অজি নম্বর ওয়ানের অবসর নেওয়ার কয়েকদিনের মধ্যেই টেনিস বিশ্ব পেলো নতুন শীর্ষ তারকা। ইতিহাস গড়ে প্রথম পোলিশ মহিলা তারকা হিসেবে ডব্লুটিএ তালিকার এক নম্বর স্থান দখল করলেন ২০ বর্ষীয় তরুণী ইগা সুইয়াটেক।

শুক্রবার রাতে মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফরাসী ওপেন বিজয়ী সুইশ তারকা ভিক্টোরিয়া গলুভিচকে ৬-২, ৬-০ ব্যবধানে স্ট্রেট সেটে হারান সুইয়াটেক। এরপর নতুন ক্রমতালিকা প্রকাশ হতেই এক নম্বর স্থান দখল করে নেন পোলিশ তরুণী।

চলতি মরশুমে দোহা এবং ইন্ডিয়ান ওয়েলস জিতে শুরুটা দুরন্ত করেছেন ইগা। এখনও পর্যন্ত টানা ১২ ম্যাচে অপরাজিত রয়েছেন তিনি। এবার পোলিশ তারকার মাথায় লাগলো নতুন এক পালক। শুক্রবার ম্যাচ জিতে নিজের এক নম্বর হওয়ার খবরটা যেনো বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। শীর্ষস্থান দখল করার পর সুইয়াটেক বলেন, "কোনোদিন ভাবিনি এমনটা হবে। সম্পূর্ণ বিষয়টা অবিশ্বাস্য, সারা জীবন মনে রাখার মতো। বিষয়টি মেনে নিতে এখনও কিছুটা সময় লাগবে।"

১৯৭৫ সালের নভেম্বর থেকে ক্রমতালিকা প্রকাশের পর সুইয়াটেক বিশ্বের ২৮ তম ভিন্ন মহিলা যিনি এক নম্বর স্থান দখল করলেন। ২০১৬ সালে পোলিশ তারকা মরশুম শেষ করেছিলেন ৯০৩ নম্বর র‌্যাংকে। ২০১৮ সালে প্রথমবার ৫০০-এর মধ্যে প্রবেশ করেন। ২০২০ মরশুম শেষ করেন ১৭ নম্বর র‌্যাংকে এবং গতবছর শেষ করেন ৯ নম্বরে। এবার পৌঁছালেন শীর্ষের সিংহাসনে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in