Ashleigh Barty: মাত্র ২৫ বছরেই অবসর নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি

বছরের শুরুতেই মহিলাদের সিঙ্গলসে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন বার্টি। শীর্ষস্থানে থাকা সত্ত্বেও ঠিক কি কারণে এতো দ্রুত টেনিস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে চলছে বেশ জল্পনা।
অ্যাশলে বার্টি
অ্যাশলে বার্টিফাইল ছবি উইম্বলডন ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

টেনিস বিশ্বকে চমক লাগিয়ে মাত্র ২৫ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নিলেন এক নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি। বছরের শুরুতেই মহিলাদের সিঙ্গলসে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন বার্টি। শীর্ষস্থানে থাকা সত্ত্বেও ঠিক কি কারণে এতো দ্রুত টেনিস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে চলছে বেশ জল্পনা। ডব্লিউটিএ বার্টির অবসরের সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করে নিজের অবসরের কথা জানান অস্ট্রেলিয়ান তারকা। তিন বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা বলেন, "এই সিদ্ধান্তটা ঘোষণা করা খুবই কঠিন ছিল। কী ভাবে বলব বুঝতে পারছিলাম না। তবে আমি জানি এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত। তাই আমি তৈরি। টেনিস আমাকে যা দিয়েছে তার জন্য আমি ধন্য। এবার নিজের স্বপ্নের পেছনে দৌড়তে চাই। তাই টেনিস থেকে সরে যাওয়ার এটাই আদর্শ সময়। যাঁরা আমাকে এতোদিন ধরে সমর্থন করেছেন, তাঁদের সকলকেই ধন্যবাদ। সবার সঙ্গে যে স্মৃতি তৈরি হয়েছে, তার জন্য আমি সব সময় কৃতজ্ঞ থাকবো।"

আগামীকাল প্রেস কনফারেন্স করবেন বার্টি। সেখানে তিনি অবসর প্রসঙ্গে কথা বলতে চান। বৃহস্পতিবার জানা যেতে পারে ঠিক কি কারণে ফর্মের শিখরে থাকা সত্ত্বেও মাত্র ২৫ বছরেই টেনিসকে 'আলবিদা' জানাচ্ছেন তিনি।

সেরেনা উইলিয়ামস ছাড়া বর্তমান সময়ে মহিলা টেনিস খেলোয়াড়দের মধ্যে একমাত্র বার্টিরই গ্র্যাস, ক্লে এবং হার্ড কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব রয়েছে। বার্টি ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০২১-এ উইম্বলডন শিরোপা জেতেন। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছিলেন অস্ট্রেলিয়ান তারকা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in