Australian Open: ড্যানিয়েল কলিন্সকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় করলেন অ্যাশলে বার্তি

জীবনের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় করলেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশলে বার্তি। ফাইনালে মার্কিন প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল কলিন্সকে তিনি ৬-৩, ৭-৬ সেটে পরাস্ত করেন।
অ্যাশলে বার্তি
অ্যাশলে বার্তি ছবি অস্ট্রেলিয়ান ওপেন ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

জীবনের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় করলেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশলে বার্তি। ফাইনালে মার্কিন প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল কলিন্সকে তিনি ৬-৩, ৭-৬ সেটে পরাস্ত করেন। দীর্ঘ ৪৪ বছর কোনো অস্ট্রেলিয়ান এই খেতাব জয় করলেন।

অস্ট্রেলিয়ান ওপেন পেলো নতুন বিজেতা। মহিলাদের সিঙ্গেলসে মার্কিন টেনিস তারকা ড্যানিয়েলা কলিন্সকে স্ট্রেট সেটে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন অ্যাশলি বার্টি। দীর্ঘ ৪৪ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন অস্ট্রেলিয়ারই ভূমিকন্যা।

শনিবার মেলবোর্নের রড লেভার এরেনাতে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে শীর্ষ তারকা অ্যাশলে বার্টির বিপক্ষে নেমেছিলেন ড্যানিয়েলা কলিন্স। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই চললেও অজি কন্যার সাথে পেরে উঠতে পারেননি মার্কিন প্রতিযোগিনী। ১ ঘন্টা ২৭ মিনিটের লড়াইয়ে বার্টির পক্ষে ফলাফল ৬-৩, ৭-৬(৭-২)। ২০১৯ সালে ফরাসী ওপেন এবং ২০২১ সালে উইম্বলডন জয়ী বার্টির মুকুটে লাগলো আরো একটি গ্র্যান্ডস্ল্যামের পালক।

শনিবার রড লেভার এরিনার ফাইনালে দ্বিতীয় সেটে একসময় ১-৫-এ পিছিয়ে পড়েছিলেন বার্তি। যদিও দাঁত চাপা লড়াই দিয়ে ম্যাচে ফেরেন বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা।

এদিনের ম্যাচে প্রথম সেটে ৬-৩-এ সহজ জয় তুলে নেন অ্যাশ। যদিও প্রথম সেটের মত সহজ হয়নি দ্বিতীয় সেট। একসময় ১-৫-এ পিছিয়ে গেছিলেন বার্তি। এরপর পরপর দুবার কলিন্স-এর সার্ভিস ভেঙে ম্যাচে ফেরেন তিনি। শেষ পর্যন্ত এই সেট তিনি জিতে নেন ৭-৬-এ।

১৯৮০ সালে ওয়েন্ডি টার্নবুল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ৪১ বছর। ২০২২ সালে অ্যাশলে বার্টি প্রথম অস্ট্রেলিয়ার মহিলা খেলোয়াড় হিসেবে টার্নবুলের পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন। শেষবার অস্ট্রেলিয়ান ওপেন কোনো অস্ট্রেলীয়র হাতে উঠেছিলো ১৯৭৮ সালে। খেতাব জিতেছিলেন ক্রিস ও'নিল। তারপর দীর্ঘ ৪৪ বছর কেটে গেলেও অস্ট্রেলিয়ার কোনো মহিলা অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি। এবার অস্ট্রেলিয়ার সেই স্বপ্ন পূরণ করে ইতিহাস গড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি।

আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে রড লেভার এরিনাতে নামবেন রাশিয়ান তারকা দানিয়েল মেদভেদেভ এবং স্প্যানিশ কিংবদন্তী রাফায়েল নাদাল। রজার ফেডেরার এবং নোভাক জোকোভিচকে পেছনে ফেলে রেকর্ড ২১ তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে ইতিহাস রচনা করার হাতছানি নাদালের সামনে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in